সাজেকের ধর্ষনের প্রচেষ্টা ঘটনায় পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ ও হিল উইমেন্স ফেডারেশনের নিন্দা ও প্রতিবাদ

Published: 07 Nov 2014   Friday   

রাঙামাটির সাজেক ইউনিয়নের দুর্গম শিয়ালদাইলুই ভূষণ কার্বারী পাড়ায় ৩ নভেম্বর পাহাড়ী নারীকে ধর্ষনের ঘটনায়  জড়িত বিজিবি সদস্যর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ ও হিল উইমেন্স ফেডারেশন। শুক্রবার হিল উইমেন্স ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রিনা চাকমা স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, রাঙামাটির সাজেক ইউনিয়নের দুর্গম শিয়ালদাইলুই ভূষণ কার্বারী পাড়ায় গত ৩ নভেম্বর বিজিবি সদস্য কর্তৃক ধর্ষণ প্রচেষ্টার ঘটনা বিস্তারিত জানতে ঘটনার শিকার ওই পাহাড়ী নারীর সাথে শুক্রবার পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সভাপতি সোনালী চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের নিরূপা চাকমা সাক্ষাত করেছেন। এ সময় দুই সংগঠনের নেতার কাছে ঘটনার পাহাড়ী ওই পাহাড়ী নারী ঘটনার বর্ননা দেন। প্রেস বার্তায় উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং ভিকটিম ও ভিকটিমের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন  জানিয়ে ঘটনার সাথে জড়িত বিজিবি সদস্যকে গ্রেফতারপূর্বক দৃৃষ্টান্তমূলক শাস্তি এবং শিয়ালদাইলুই পাড়া বিজিবি ক্যাম্প প্রত্যাহারের জোর দাবি জানান। নেতৃবৃন্দ পাহাড়ি নারীদের নিরাপত্তা আজ চরমভাবে বিঘিœত উল্লেখ করে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য কর্তৃক এ ধরনের ধর্ষণ চেষ্টার ঘটনা নারী সমাজকে আরও বেশি উদ্বিগ্ন করে তুলছে প্রে বার্তায় বলা হয়েছে।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত