কাপ্তাইয়ের নৌবাহিনী সড়কে হাতির পালের অবস্থানের কারণে যান চলাচল ব্যাহত

Published: 13 Jul 2017   Thursday   

কাপ্তাইয়ের নৌবাহিনী সড়কে হাতির পাল অবস্থানের কারণে ঘন্ট্যাপী যান চলাচল বন্ধ ছিল।  এতে পথচারীদের মাঝে আতংক দেখা দেয়। পরে স্থানীয়রা গাড়ীর হর্ণ বাজিয়ে হাতির পালকে তাড়াতে সক্ষম হয়। বুধবার বিকালে এ ঘটনা ঘটে।

 

কাপ্তাই নৌ বাহিনী স্কুলের প্রধান শিক্ষক জেলা নৌ স্কাউটস্ লিডার এম জাহাঙ্গীর আলম জানান, কাপ্তাই নেভী সড়কে বুধবার বিকাল ৫ টার দিকে একদল বন্য হাতির পাল সড়কের উপর অবস্থান করে। এতে হাতির আক্রমণের ভয়ে ওই সড়কে ঘন্টাব্যাপী যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে স্থানীয়রা বিকট শব্দে গাড়ীর হর্ণ বাজিয়ে তাদেরকে তাড়াতে সক্ষম হন।

 

তিনি আরো জানান, প্রায়ই সময় ওই সড়কে হাতি আসে। তবে গাড়ীর শব্দ শুনলে তারা পাশের জঙ্গলে চলে যায়। তবে বুধবারের হাতির অবস্হানটা একটু বেশী ছিল। এমনিতে কাপ্তাই- নেভী  এবং কাপ্তাই - আসামবস্তী সড়কে বন্যহাতি হানা দেয় দিন দুপুরে। হাতির আক্রমনে প্রান হারিয়েছে বেশ কয়েকজন এবং গেল কয়েক বছরে আহত হয়েছেন শতাধিক পথচারি। মাঝে মাঝে নির্ঘুম রাত কাটাতে হয় নৌ বাহিনী এবং জীবতলী এলাকায় বাসিন্দাদের।

 

স্থানীয়দের জানিয়েছেন, যতদিন পর্যস্ত জঙ্গলে হাতির খাবারের আবাসস্হল তৈরী হবে না ততদিন বন্যহাতির এই আচরনের পরির্বতন হবে না। তাদের দাবী বেশি বেশি করে জঙ্গলে হাতির বিচরনক্ষেত্রে হাতি খাওয়া উপযোগী গাছ লাগিয়ে বনের হাতিকে যেনো বনে থাকার ব্যবস্হা করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত