বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব আষাঢ়ী পূর্নিমা উপলক্ষে শনিবার রাঙামাটির রাজ বন বিহারে ধর্মীয় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে পাহাড় ধসের নিহতদের আত্নার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা কর হয়।
রাঙামাটি রাজ বন বিহারের ধর্মদেশনালয়ে আয়োজিত ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠানে ধর্মীয় দেশনা দেন রাঙামাটির রাজ বন বিহারের ভিক্ষু সংঘের প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির ও শ্রীমৎ জ্ঞানপ্রিয় মহাস্থবির। অনুষ্ঠানে বক্তব্যে দেন রাজ বন বিহারের সিনিয়র সহ-সভাপতি গৌতম দেওয়ান ও সাবেক পার্বত্য উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান। অনুষ্ঠানে শত শত পূর্নার্থী এ ধর্মীয় অনুষ্ঠানে শরিক হন।
এর আগে ভিক্ষু সংঘের পিন্ডদান, বুদ্ধ পূজা,পঞ্চশীল প্রার্থনা, অষ্টপরিস্কার দান, সংঘদানসহ নানা ধর্মীয় অনুষ্ঠানসহ দেশ ও বিশ্বের শান্তি কামনা করে প্রার্থনা করা হয়। এছাড়া গেল ১৩ জুন রাঙামাটিতে পাহাড় ধসের ঘটনায় নিহতদের আত্নার শান্তি কামনা করে ৫মিনিট ভাবনা করা হয় এবং মোমবাতি প্রজ্বালন করা হয়।
উল্লেখ্য,এই আষাঢী পূর্নিমা তিথিতে বৌদ্ধ ধর্মীয় গুরুরা(ভিক্ষু-শ্রমন) তিন মাস বর্ষাবাস পালনের শুরু করে। তিন মাস বর্ষাবাস শেষে প্রবারণা পূর্নিমা উদযাপন করা হয়ে থাকে। এর পর থেকে দীর্ঘ এক মাসব্যাপী বিভিন্ন বৌদ্ধ বিহারে উদযাপিত হয় প্রধান ধর্মীয় উৎসব শুভ কঠিন চীবর দান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.