রাঙামাটিতে পাহাড় ধসে ক্ষতিগ্রস্থদের মাঝে বুধবার ত্রাণ সহায়তা বিতরণ করেছে চট্টগ্রামবিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগরে সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।
পাহাড় ধসের ঘটনায় বোধিপুর, সাপছড়ি, মোন আদাম, রূপনগর ও মানিক ছড়ি ইউনিয়নে ক্ষতিগ্রস্থ লোকজনদের মাঝে ত্রাণ করা হয়। ত্রাণ বিবতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন চাকমা রাণী ইয়ান ইয়ান।
স্থানীয় উন্নয়ন সংস্থা স্পার্ক-এর সহায়তায় শতাধিক ক্ষতিগ্রস্থ পরিবারের হাতে ত্রাণ সহায়তা হিসেবে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ৫ কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি লবন ও ৫টি করে সাবান বিতরণ করা হয়।
ভবিষ্যতেও যে কোন মানবিক প্রয়োজনে নৃবিজ্ঞান পরিবার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান পরিবার সদস্য,মোস্তফা ফিরোজ সুমন জানিয়েছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.