পাহাড় ধসে চট্টগ্রাম-রাঙামাটি সড়কের যানবাহন চলাচল এক ঘন্টা বন্ধ

Published: 03 Jul 2017   Monday   

রাঙামাটিতে ফের পাহাড় ধসের ঘটনা ঘটেছে। সোমবার দিনভর থেমে থেমে বৃষ্টিপাতের কারণে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের দেপ্পোছড়ি এলাকায় পাহাড় ধসে পড়ে। এতে এক ঘন্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।


এদিকে, গেল পাহাড় ধসের আশংকায় ঝুকিপুর্ণ অবস্থায় বসবাসকারীদের নিরাপদ স্থান থেকে সরে যেতে জেলা প্রশাসন থেকে মাইকিং করায় আবারও লোকজন আশ্রয় কেন্দ্রে ফিরেছেন।


উল্লেখ্য, ১৩ জুন ভারী বর্ষনে রাঙামাটি শহরের ভেদভেদীর যুব উন্নয়ন বোর্ড এলাকা,মুসলিম পাড়া.শিমুলতলী এলাকা,সাপছড়ি,মগবান,বালুখালী এলাকায় এবং জুরাছড়ি,কাপ্তাই,কাউখালী ও বিলাইছড়ি এলাকায় ৫ সেনা সদস্যসহ ১২০ জনের মৃত্যূ হয়। পাহাড় ধসের কারণে সারাদেশের সাথে সড়ক যোগযোগের এক সপ্তাহ বিচ্ছিন্ন থাকার পর হালকা যানবাহনের জন্য খুলে দেয়া হয়েছে।


রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মোঃ আবু মুছা জানান, দিন ভর থেমে থেমে মুষলধারে বৃষ্টিপাতের কারণে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের দেপ্পোছড়ি এলাকায় গতকাল পাহাড় ধসে পড়েছে। এতে সোমবার দুপুর ১২ থেকে ১টা পর্ষন্ত এক ঘন্টাব্যাপী যানবাহন চলাচল বন্ধ ছিল। তবে সড়ক ও পথ বিভাগের লোকজন ধসে পড়া মাটি সরিয়ে ফেলায় ওই সড়কে পুনরায় হালকা যানবাহন চলাচল শুরু করেছে।


অপরদিকে, গত কয়েক দিনে রাঙামাটি সরকারী কলেজ ও বিএডিসি আশ্রয় কেন্দ্রসহ কয়েকটি আশ্রয় কেন্দ্র থেকে কিছু পরিবার যাদের ঘরবাড়ী পাহাড় ধসে সম্পুর্ন বিধস্ত হয়নি তারাই নিজ নিজ উদ্যোগে রুপনগরসহ কয়েকটি স্থানে বাড়ী ঘরে ফিওে যান। তবে গতকাল সোমবার থেকে দিনভর থেমে থেমে বৃষ্টিপাত হওয়ায় ও ঝুকিপুর্ণ অবস্থায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করায় কিছু কিছু পরিবার আবারও আশ্রয় কেন্দ্রে ফিরেছেন।


জানা গেছে,সোমবার রুপনগর এলাকা থেকে ৮ পরিবার ও ভেদভেদীর লোকনাথ মন্দিরের এলাকা ৪ জন রাঙামাটি সরকারী কলেজ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। পশ্চিম মুসলিম পাড়া ও শিমুলতলী এলাকা থেকে নতুন করে ১২০ জন আশ্রয় নিয়েছেন বিএডিসি ভবন আশ্রয় কেন্দ্রে।


জেলা প্রশাসক মোঃ মানজারুল মান্নান জানান, বৃষ্টির কারণে পাহাড় ধসের আশংকায় ঝুকিপুর্ণ এলাকায় যারা বসবাস করছে তাদের নিরাপদ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে মাইকিং করেছি। জেলা প্রশাসনের কর্মকর্তাদের পৌর এলাকায় কোথায় কোথায় ঝুকিপুর্ন অবস্থায় লোকজন বসবাস করছে তা দেখতে এবং ঝুকিপূর্ন অবস্থায় বসবাস করলে তাদের জোর করে হলেও আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার নির্দেশ দেয়া হয়েছে। যাতে পরবর্তীতে এ ধরনের পাহাড় ধসে কোন লোকজন দুর্ঘটনায় শিকার না হন।


তিনি আরো জানান, পাহাড় ধসের ঘটনায় ইতোমধ্যে পার্বত্য মন্ত্রনালয় থেকে একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী বুধবার গঠিত কমিটি রাঙামাটি সফরে আসছেন। তারা ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন ছাড়াও কেন পাহাড় ধস ঘটনা ঘটেছে,কোথায় ক্ষতিগ্রস্থদের পূর্নবাসনসহ বিভিন্ন বিষয়ে তারা পরামর্শ দেবেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

বন্যায় লামার সাথে আলীকদম উপজলো ও রূপসী পাড়া ইউনয়িনরে যোগাযোগ বন্ধ
পাহাড়ী ঢলে সৃষ্ট বন্যায় লামায় নম্নিাঞ্চল প্লাবতি হয়ছে।ে সোমবার দুপুর থকেে মুসুলধারে বৃষ্টি হওয়ায় কারনে মাতামূহুরী নদীর পানি বৃদ্ধরি সাথে সাথে এলাকায় পানি বাড়তে থাক।ে ফলে প্রায় ১ হাজার বাড়ী ঘর ও দুটি বদ্যিালয় পানতিে ডুবে যায়। প্রশাসনরে পক্ষ থকেে দুটি আশ্রয়ন কন্দ্রে খোলা হয়ছে।ে
লামা- আলীকদম সড়ক বন্যার পানতিে তলয়িে যাওয়ায় সকাল থকেে যোগাযোগ বচ্ছিন্নি হয়ে গছেে এবং শতাধকি বাড়ী ঘর ডুবে যায় বলে জানয়িছেনে লামা পৌরসভার ৮ নং ওর্য়াড কাউন্সলির মোঃ ইউসুফ আলী।
এ ছাড়া দুপুর থকেে লামা- রূপসী পাড়া সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গছে।ে এ সড়করে তাল তলা ও ফরাজী ঝরিি নামক স্থানরে সড়করে বশিাল অংশ ডুবে যাওয়ায় গাড়ী যোগাযোগ বন্ধ হয়ে গছেে বলে জানয়িছেনে রূপসী ইউনয়িন পরষিদ চয়োরম্যান চাচংিপ্রু র্মামা। তনিি আরো বলনে, ২শতাধকি বাড়ী ঘর পানতিে তলীয়ে আছ।ে
লামা বাজার সংলগ্ন পৌর এলাকার ২ নং ওর্য়াডরে কাউন্সলির হোসনে বাদশা বলনে, বন্যায় প্রতবিারই নয়াপাড়া এলাকা বশেি ক্ষতি গ্রস্ত হয়। এখন প্রায় ৩ শত বাড়ী পানতিে ডুবে আছ।ে
দুপুর থকেে লামায় মুসুলধারে বৃষ্টতিে পানি বৃদ্ধি পাওয়ায় লামা বাজাররে একাংশ, উপজলো প্রশাসনরে আবাসি বাসা, নর্বিাহী র্কমর্কতার বাস ভবন,বাসষ্ট্যাশান, নয়াপাড়, টএিন্ডটি পাড়াসহ অনকে এলাকা সহ অনকে এলাকা ডুবে যায়।
এব্যাপারে লামা উপজলো নর্বিাহী র্কমর্কতা খনি ওয়ান নু প্রথম আলোকে বলনে, পাহাড়ী ঢলে সৃষ্ট বন্যায় প্রায় ১ হাজার পরবিার পানতিে ডুবে আছ।ে আপাতত র্গালস হাই স্কুল, ও লামা ইসলাময়িা ফাজলি মাদ্রাসায় আশ্রয়ন কন্দ্রে খোলা হয়ছে।ে তবে লামার সাথে আলীকদম উপজলো ও রূপসীপাড়া ইউনয়িনরে যোগাযোগ বন্ধ হয়ে গছে।ে
--হলিবডি২ি৪/সম্পাদনা/সআির.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত