পাহাড় ধসে দৃষ্টিশক্তি হারানো মাহবুবুল আলমের চিকিৎসা সহায়তায় এগিয়ে এসেছে ছাত্রলীগ

Published: 29 Jun 2017   Thursday   

পাহাড় ধসের ঘটনায় দৃষ্টি শক্তি হারানো পঞ্চাশোর্ধ মাহবুবুল আলমের চিকিৎসা সহায়তায় এগিয়ে এসেছে রাঙামাটি জেলা ছাত্রলীগ। বৃহস্পতিবার মাহবুবুল আলমের চিকিৎসা সহায়তা হিসেবে ২০হাজার টাকার জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নানের হাতে তুলে দেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

 

গেল ১৩ জুন রাঙামাটি শহরে ভয়াবহ পাহাড় ধসের ঘটনায় মাহবুবুল আলম চোখে আঘাত পান। এ ঘটনার তিনি পর সরকারিভাবে ত্রাণ সহায়তা পেলেও নিজের আর্থিক অবস্থা খারাপ হওয়ায় চোখের চিকিৎসা করাতে পারছিলেন না।

 

বৃহস্পতিবার মাহবুবুল আলমের চোখের চিকিৎসার জন্য “ডু সামথিং পল সোসাইটি” নামের একটি সংঘঠনের পক্ষ থেকে জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজনের নেতৃত্বে ২০হাজার টাকার আর্থিক সহায়তা জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নানের হাতে তুলে দেন। এসময় জেলা প্রশাসনের উর্ধবতন কর্মকর্তারা ছাড়াও জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এ সময় জেলা প্রশাসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগের চিকিৎসকদের সাথে আলাপ করে মাহবুবুল আলমের চিকিৎসার সকল ব্যয়ভার সরকারীভাবে সংস্থানের নিশ্চয়তা প্রদান করেন ছাত্রলীগ নেতৃবৃন্দকে। জেলা প্রশাসক ছাত্রলীগের মতো একটি ছাত্র সংগঠনের পক্ষ থেকে এই ধরনের মানবিক সহায়তায় এগিয়ে আসায় তাদের ভূয়সী প্রশংসা করেন।


জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন জানান, বিষয়টি নিজের কর্মীর মাধ্যমে জেনে মাহবুবুল আলমের চিকিৎসায় এগিয়ে এসেছেন। বন্ধুদের নিয়ে গঠন করা “ডু সামথিং পল সোসাইটি” সংগঠন থেকে জেলা প্রশাসকের মাধ্যমে মাহবুবুল আলমের চিকিৎসার জন্যে ২০ হাজার টাকার আর্থিক সহায়তার অর্থ তুলে দিয়েছি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত