রাঙামাটির জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নের আদিয়াক ছড়া এলাকায় পাহাড়ী ঢলে ভেসে আসা দুজনের লাশ উদ্ধার করা হয়েছে।
স্থানীয়রা জানান, জানান, জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নের আদিয়াকছড়া এলাকা থেকে পাহাড়ী ঢলে ভেসে আসা চিয়ং চাকমা(১৮),পিতা রজনী মোহন চাকমা,কান্দারা ছড়া এবং চিবে চোগা চাকমা(১৭) পিতা বীর বাহু চাকমা,আদিয়াকছড়ার পানি থেকে লাশ উদ্ধার করা হয়েছে।
দুমদুম্যা ইউপির চেয়ারম্যান শান্তি রাজ চাকমা সত্যতা নিশ্চিত করেছেন। তবে তিনি পাহাড় ধসে এ দুজনের মৃত্যূ হয়েছে কিনা তা নিশ্চিত করতে পারেননি।
জুরাছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদ চৌধুরী পাহাড়ী ঢলে ভেসে আসা দুজনের লাশ আদিয়াক ছড়া এলাকার পানি থেকে উদ্ধার করা হয়েছে বলে দুমদুম্যা ইউপির চেয়ারম্যান শান্তি রাজ চাকমা তাকে জানিয়েছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.