খাগড়াছড়িতে দরিদ্রদের মধ্যে বস্ত্র বিতরণ

Published: 03 Jun 2017   Saturday   

শ্রী শ্রী লোকনাথ ব্রক্ষচারী বাবার ১২৭তম তিরোধান দিবস উপলক্ষে শনিবার খাগড়াছড়ি শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রমে উদ্যোগে এলাকার দরিদ্র নারীদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে। একই সাথে ওই এলাকায় মহাশ্বশান ‘শেষ ঠিকানা’ এর শুভ উদ্বোধন করা হয়।

 

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বস্ত্র বিতরণ ও মহাশ্বশানের উদ্বোধন করেন।

 

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লোকনাথ বাবা সেবাশ্রমের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার নির্মল কান্তি দাশ। বক্তব্য রাখেন সেবাশ্রমের সেক্রেটারি তরুণ কুমার ভট্টাচার্য, সনাতন সমাজ কল্যান পরিষদের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট বিধান কানুনগো, আশীষ ভট্টাচার্য, তপন কান্তি দে, নির্মল দেব, পৌরসভার কাউন্সিলর অতীশ চাকমা।

 

লোকনাথ ব্রক্ষচারী বাবার ১২৭তম তিরোধান দিবস উপলক্ষে সেবাশ্রম ও মন্দিরে বিভিন্ন ধর্মীয় আনুষ্ঠানিকতা পালিত হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত