নানিয়ারচরে বিএনপি, জাতীয় পার্টি থেকে শতাধিক নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান

Published: 24 Nov 2014   Monday   

সোমবার রাঙামাটির নানিয়ারচরে বিএনপি ও জাতীয় পার্টি থেকে শতাধিক নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান ও নব গঠিত কৃষকলীগ উপজেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। নানিয়ারচরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ রাঙ্গামাটি জেলা শাখার সহ-সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য মাহবুবুর রহমান। নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ত্রিদিপ কান্তি দাশের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের জেলা শাখার সহ-সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বাবুল, জেলা আওয়ামীলীগের সদস্য ও কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ জাহিদ আক্তার, নানিয়ারচর উপজেলা রাঙ্গামাটি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওয়াব প্রমূখ। অনুষ্ঠানে বিএনপি ও জাতীয় পার্টির প্রায় শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করায় তাদের ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানায় আওয়ামীলীগের নেতাকর্মীরা। সভায় প্রধান বক্তার বক্তব্যে জেলা পরিষদর চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেন, এ দেশকে সন্ত্রাস ও জঙ্গীমুক্ত দেশ হিসেবে গড়তে রাঙামাটি আওয়ামীলীগের কোন বিকল্প নেই। তিনি বলেন, বিএনপি দেশে অপকর্ম ও জঙ্গিবাদ ছাড়া আর কিছুই করতে পারবেনা তা তার নিজ দলের নেতাকর্মী আজ বুঝতে পেরেছে তাই আজ বিএনপি ও জাতীয় পার্টিও শতাধিক নেতাকর্মী বঙ্গবন্ধুর আদর্শকে মনে প্রাণে লালন পালন করে একটি সমৃদ্ধশালী দেশ গড়তে বাংলাদেশ আওয়ামী লীগে যোগদান করেছে। তিনি বলেন, আওয়ামী লীগ রাজনীতি করে  এদেশের মানুষের কল্যানে ও ভাগ্য উন্নয়নে । প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ একটি অসাম্প্রদায়িক দল, আওয়ামী লীগ সকল ধর্মের সকল সম্প্রদায়ের কল্যাণে কাজ করে বিধায় আজ অন্য দল থেকে এই দলে বহু নেতাকর্মী যোগদান করছে। তিনি বলেন, অসাম্প্রদায়িক চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শকে যারা বিশ্বাস করে তারাই এই দলে যোগ দেয়। এই দলে সাম্প্রদায়িকতা, সন্ত্রাস ও জঙ্গীদের কোন জায়গা হবেনা। আওয়ামী লীগ এদেশের সকল সম্প্রদায়ের কল্যানে যেসব উন্নয়নমূলক কর্মকান্ডগুলো করছে এ কর্মকান্ডগুলোকে এগিয়ে নিতে সকলকে সহযোগিতা করারও আহ্বান জানান তিনি।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত