নাক্রাই বাঁধ প্রকল্প বাতিল ও পার্বত্য জেলা পরিষদের নির্বাচনের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ

Published: 24 Nov 2014   Monday   

নাক্রাই বাঁধ প্রকল্প বাতিল, উন্নয়নের নামে-বেনামে ভূমি বেদখল ষড়যন্ত্র বন্ধ ও পার্বত্য জেলা পরিষদের সদস্য সংখ্যা বৃদ্ধি নয়, জবাবদিহীতা নিশ্চিত করতে জেলা পরিষদ বিল বাতিল করে নির্বাচনের দাবিতে সোমবার খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণতান্ত্রিক যুব। গণতান্ত্রিক যুব ফোরাম খাগড়াছড়ি জেলা অহ্বায়ক কমিটি সদস্য সচিব রিপন চাকমা স্বাক্ষরিত প্রেস বার্তায় বলা হয়, গণতান্ত্রিক যুব ফোরাম খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে সূর্যশিখা ক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন হিল উইমেন্স ফেডারেশন এর জেলা শাখা সাধারণ সম্পাদক শিখা চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের জেলা শাখার সভাপতি বিপুল চাকমা ও গণতান্ত্রিক যুব ফোরামের জেলা আহ্বায়ক জিকো ত্রিপুরা। সমাবেশ পরিচালনা করেন গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা সদস্য সচিব রিপন চাকমা। সমাবেশে প্রায় দুই শাতাধিক যুব ও নারী  অংশগ্রহণ করেন। এর একটি বিক্ষোভ-মিছিল স্বনির্ভর থেকে শুরু হয়ে নারাঙহিয়ে, চেঙ্গী স্কোয়ার হয়ে মহাজন পাড়ার সূর্যশিখা ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সমাবেশে জিকো ত্রিপুরা বলেন, কাপ্তাই বাঁধের কারণে পার্বত্য চট্টগ্রামের প্রায় ৬০হাজার পাহাড়ি উচ্ছেদ হয়েছিলো ও ৫৪ হাজার একর জায়গা-জমি পানির নিচে তলিয়ে গেিয়ছিলো। রাঙ্গামাটি জেলার অনেক জায়গায় এখানো বিদ্যুৎ এর আলোর মূখ দেখেনি। পার্বত্য চট্টগ্রামে একমাত্র গ্যাসক্ষেত্র সেমুতাং গ্যাস সরকার পার্বত্য চট্টগ্রামের জনগণের চাহিদা পূরণ না করে পার্বত্য চট্টগ্রামের বাইরে নিয়ে গেছে। বর্তমান ক্ষমতাসীন সরকার উন্নয়নের নামে নাক্রাই ছড়ায় বাঁধ দিয়ে জলবিদ্যুৎ প্রকল্প হাতে নিতে চাচ্ছে। তিনি বলেন, নারায়নগঞ্জে সেনা স্কিম প্রকল্প ও আড়িয়াল খাঁ বিলে বঙ্গবন্ধু বিমান বন্দর স্থাপনের সরকারের সিদ্ধান্ত জনগণের আন্দোলনের মুখে বাতিল হয়ে গিয়েছিলো। ঠিক তেমনি, জনগণের গণআন্দোলন পরিচালনা করে যেকোন উন্নয়ন প্রকল্প বাতিল করতে সরকারকে বাধ্য করা হবে বলে হুঁশিয়ার উচ্চারণ করেন।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত