পার্বত্য জেলা পরিষদ আইন সংশোধনী পাসের প্রতিবাদে নানিয়ারচরে বিক্ষোভ-সমাবেশ

Published: 25 Nov 2014   Tuesday   

অন্তর্বর্তীকালিন তিন পার্বত্য জেলা পরিষদের সদস্য-সংখ্যা বৃদ্ধি করে পার্বত্য জেলা পরিষদ আইন সংশোধনী ২০১৪ সংসদে পাসের প্রতিবাদে এবং অবিলম্বে পার্বত্য জেলা পরিষদ নির্বাচনের দাবীতে মঙ্গলবার নানিয়ারচরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা গ্রুপ) উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের নানিয়ারচর থানা শাখার সভাপতি প্রীতি কুমার চাকমা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেএসএস লারমা গ্রুপের রাঙামাটি পার্বত্য জেলা শাখার সভাপতি অনুপ কুমার চাকমা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের নানিয়ারচর থানা শাখার সাধারণ সম্পাদক কমল কৃঞ্চ চাকমা, সাংগঠনিক সম্পাদক রূপম দেওয়ান প্রমুখ।এর আগে অন্তর্বর্তীকালিন পার্বত্য জেলা পরিষদ আইন সংশোধনী ২০১৪ সংসদে পাসের প্রতিবাদে এবং অবিলম্বে পার্বত্য জেলা পরিষদ নির্বাচনের দাবীতে এক বিক্ষোভ মিছিল নানিয়ারচর লঞ্চঘাট থেকে শুরু হয়ে বাজার এলাকা প্রদক্ষিণ করে নানিয়াচর উপজেলা অফিসের নিকটস্থ কৃঞ্চচূড়া চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।সভায় বক্তারা বলেন, শক্তিশালী ও গতিশীল পার্বত্য জেলা পরিষদ গঠন, পরিষদে সকল জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিতকরণ, সর্বোপরি জনমুখী, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত পার্বত্য জেলা পরিষদ গড়ে তোলার ক্ষেত্রে ৩৪ সদস্য-বিশিষ্ট নির্বাচিত পূর্ণাঙ্গ পার্বত্য জেলা পরিষদের কোন বিকল্প নেই। অনির্বাচিত ব্যক্তিদের নিয়ে গঠিত অন্তর্বর্তী পার্বত্য জেলা পরিষদের আকার যতই বাড়ানো হোক না কেন তাতে করে কখনোই শক্তিশালী, গতিশীল ও জবাবদিহিমূলক পার্বত্য জেলা পরিষদ গড়ে উঠতে পারে না বা সকল জুম্ম জাতিগোষ্ঠীর প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করা যেতে পারে না।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত