ডা.লেনিন তালুকদারের বিরুদ্ধে তদন্ত করতে রাঙামাটিতে এসেছেন স্বাস্থ্য অধিদপ্তরের উচ্চ পর্যায়ের দল

Published: 28 Jan 2015   Wednesday   

 

 

 

মা ও শিশু কল্যাণ কেন্দ্রের চিকিৎসক লেলিন তালুকদারের বিরুদ্ধে তদন্ত করতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে গঠিত উচ্চ পর্যায়ের  ৩ সদস্যের তদন্ত দল বৃহস্পতিবার রাঙামাটিতে এসেছেন। ডা. লেলিনের বিরুদ্ধে  চিকিৎসা সেবা প্রদানে অবহেলা, রোগীদের সাথে ঔদ্ধত্যপূর্ন আচরণ ও অমানবিক ব্যবহারসহ নানান অভিযোগ রয়েছে।

৩ সদস্য তদন্ত দলের মধ্যে রয়েছেন, ঢাকা এমসিএ এইচ ইউনিট (সার্ভিসেস)র উপ-পরিচালক ডাঃ ফাহমিদা, সহকারী পরিচালক (সার্ভিসেস)র ডাঃ মোহাম্মদ ফরিদ, চট্টগ্রাম বিভাগের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডাঃ শেখ রোকন উদ্দিন । তদন্ত দলকে সহায়তা করেন রাঙামাটি মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিক্যাল অফিসার (সিসি) ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ পরিচালক (ভারপ্রাপ্ত) ডাঃ বেবী ত্রিপুরা।

তদন্ত দল মা ও শিশু কল্যাণ কেন্দ্রে অবস্থান নিয়ে ডা.লেনিনের বিরুদ্ধে অভিযোগ উত্থাপনকারীদের সাথে স্বাক্ষাত গ্রহন করেন ও লিখিত অভিযোগ গ্রহন করেন। তবে এ বিষয়ে সাংবাদিকরা তদন্ত কমিটির সাথে কথা বলতে চাইলে তারা ক্যামরার সামনে কোন কথা বলতে রাজি হয়নি।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত