সকল প্রাণীর হিতসূখ ও মঙ্গল কামনা করে নানা আয়োজনের মধ্য দিয়ে বুধবার খাগড়াছড়ির পানছড়ি উপজেলার বিভিন্ন বৌদ্ধ বিহারে বুদ্ধ পূর্ণিমা উদযাপিত হয়েছে।
পানছড়ি শান্তিপুর অরণ্য কুটিরে ধর্মীয় সভায় বুদ্ধের অমৃতবাণীসহ স্বধর্ম দেশনা দেন এ উপলক্ষে শান্তিপুর অরন্য কুটিরের ধর্মীয় সভার আয়োজন করা হয়। শান্তিপুর অরন্য কুটিরের অধ্যক্ষ শাসন রক্ষিত মহাস্থবির, উপজেলার লোগাং বনবিহারে ধর্মীয় সভায় স্বধর্ম দেশনা দেন রাঙামাটি কুতুকছড়ি নির্বাণপুর বন বিহারে অধ্যক্ষ জ্যোতিসার মহাস্থবির, করুনা বংশ স্থবির, সুধর্ম্বা নন্দ স্থবির। স্বধর্ম বক্তব্যে রাখেন লোগাং ইউপি চেয়ারম্যান প্রত্যুত্তর চাকমা, পূজগাং অরন্য কুটিরের অধ্যক্ষ অনুমদর্শী স্থবির ও গৌতম র্কীতি ভিক্ষু। অনুষ্ঠানে বুদ্ধমূর্তি দান, সংঘ দান, অষ্টপরিস্কার দানসহ নানবিধ সামগ্রি দান করা হয়।
ধর্মীয় দেশনায় বৌদ্ধ গুরুরা বলেন বুদ্ধ ধর্ম শান্তির ধর্ম। বুদ্ধের অমৃতবাণী ও স্বধর্ম দেশনাগুলো শান্তির প্রতীক হিসেবে কাজ করে। বুদ্ধ সবসময় সকল প্রাণীর হিতসুখ ও মঙ্গল কামনা করেছেন। বুদ্ধর সেসব অমৃতবাণী ও স্বধর্ম দেশনাগুলো অনুসরণ করে জীবন-যাপন করার ধর্মাপোদেশ দেন।
উল্লেখ্য, এই বুদ্ধ পূর্নিমা দিনে মহামানব গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাল আর মহাপরিনির্বাণ লাভ করেন। সেজন্য এদিনটি বৌদ্ধ ধর্মাবলম্বীরা গুরুত্বসহকারে পালন করে থাকেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.