রাঙামাটিতে বুদ্ধ পূর্নিমা উদযাপিত

Published: 10 May 2017   Wednesday   

সুখ প্রাণীর সুখ,সমৃদ্ধি ও শান্তি কামনা করে বুধবার রাঙামাটিতে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানমালার আয়োজনের মধ্য দিয়ে বুদ্ধ পূর্নিমা উদযাপিত হয়েছে।

 

রাঙামাটি রাজ বন বিহার প্রাঙ্গনে বুদ্ধ পুর্ণিমা উপলক্ষে আয়োজন ধর্মীয় সভায় ধর্ম দেশনা দেন রাজ বন বিহারের ভিক্ষু সংঘের প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির, শ্রীমৎ ইন্দ্রগুপ্ত মহাস্থবির প্রমুখ। এসময় বক্তব্যে দেন চাকমা রাণী য়েন য়েন, রাজ বন বিহার পরিচালনা কমিটির সভাপতি গৌতম দেওয়ান। এসময় পার্বত্য মন্ত্রনালয়ের সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান, জাতীয় মানবধিকার কমিশনের সাবেক সদস্য নিরুপা দেওয়ান, শিক্ষাবিদ মধুমঙ্গল চাকমা, সুনীতি বিকাশ চাকমাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কয়েক হাজার নারী-পুরুষ এ ধর্মীয় অনুষ্ঠানে শরীক হন। 

 

এর আগে ধর্মীয় সভা শুরুতে দেশ ও বিশ্বের শান্তি ও সুখ সমৃদ্ধি কামনা করে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। সকালের দিকে  রাঙামাটি রাজ বন বিহারে বুদ্ধ পতাকা উত্তোলন, ভিক্ষু সংঘের পিন্ডদান ও প্রাতঃরাশ, বুদ্ধ পূজা ইত্যাদি ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

অপরদিকে দিনটি উপলক্ষে রাঙামাটি শহরের মৈত্রী বিহার, আনন্দ বিহার, সংঘরাম বৌদ্ধ বিহারসহ জেলার বিভিন্ন বৌদ্ধ মন্দিরে বুদ্ধ পূর্নিমা উপলক্ষে ধর্মীয় সভাসহ নানান ধর্মীয় অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়।

 

উল্লেখ্য, এই বুদ্ধ দিনে বৌদ্ধ ধর্মের প্রবর্তক ভগবান গৌতম বুদ্ধ জন্ম লাভ, বুদ্ধত্ব লাভ এবং পরিনির্বাণ লাভ করেন। দীর্ঘ ছয় বছর সাধনার পর গৌতম বুদ্ধ বুদ্ধত্ব তথা বোধিপ্রাপ্ত হন। তাই এই দিনটি বৌদ্ধ ধর্মালম্বীদের অত্যান্ত পবিত্র ও গুরুত্বপূর্ন দিন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত