খাগড়াছড়িতে বেটারী চালিত টমটম ধাক্কায় এক স্কুল ছাত্রী নিহত

Published: 11 Feb 2015   Wednesday   

বুধবার খাগড়াছড়িতে মহালছড়া এলাকায় বেটারী চালিত অটোরিক্সা টমটমের ধাক্কায় এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। তার নাম ডলিপ্রু মারমা(৬)।সে মহালছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেনির ছাত্রী।

 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার দুপুর একটার দিকে মহালছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেনির ছাত্রী ডলিপ্রু মারমা স্কুল ছুটির পর বাড়ী ফেরার পথে পিছন দিক থেকে আসা টমটম পিছন থেকে ধাক্কা দেয় এতে সে গুরুত্বর আহত হয়। আহত অবস্থায় তাকে খাগড়াছড়ি সদর আধুনিক হাসপাতলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত ডলিপ্রু মারমা মধুবাজার এলাকার বাসিন্দা অংতাই মারমার মেয়ে। ঘটনার পর টমটম চালক পালিয়ে যায়।

 

খাগড়াছড়ি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সঞ্জীব ত্রিপুরা জানান, হাসপাতালে আনার আগেই শিশুটি মারা যায়।

 

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, চালকসহ টমটমটি আটকের চেষ্টা চলছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত