রাঙামাটিতে বিভিন্ন ইলেট্রনিক্সস মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের নিয়ে রাঙামাটি টিভি জার্নালিস্ট এসোসিয়েশন নামে একটি সংগঠনের আত্নপ্রকাশ ঘটেছে।
মঙ্গলবার রাঙামাটি জেলা পরিষদ সম্মেলন কক্ষে এক সভার মাধ্যমে এই সংগঠনটির আত্মপ্রকাশ করা হয়।
সভায় সর্ব সম্মতিক্রমে এতে চ্যানেল ২৪ এর রাঙামাটি প্রতিনিধি শামসুল আলমকে সভাপতি ও ইনডিপেনডেন্ট নিউজের রাঙামাটি প্রতিনিধি হিমেল চাকমা সাধারণ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি যমুনা নিউজের ফজলুর রহমান রাজন, যুগ্ন সম্পাদক আরটিভির ইয়াসিন রানা সোহেল, কোষাধ্যক্ষ এটিএন নিউজের পুলক চক্রবর্তী, সদস্য নিউজ ২৪ এর ফাতেমা জান্নাত মুমু এবং ইটিভির সত্রং চাকমা।
এই কমিটি আগামী ২ বছরের মধ্যে সংগঠনের গঠনতন্ত্র প্রকাশসহ সাংগঠনিক অন্যান্য কাজ করবে। সভায় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, এই সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য হল পার্বত্য চট্টগ্রামে সাংবাদিকদের পেশাদারিত্ব বজায় রাখতে সাংবাদিকদের মধ্যে ঐক্য সুদৃঢ় করা।
কোন পক্ষ পেশীশক্তি ব্যবহার করে এই পেশাকে যেন এই মহান পেশাকে কুলষিত করতে না পারে সেজন্য সাংবাদিক সমাজের ঐক্যবদ্ধ থাকা। পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠায় সাংবাদিক সমাজের ঐক্যবদ্ধ থাকা এবং সাংবাদিকেদের পেশাগত দক্ষতা উন্নয়নে কাজ করা।
বিভিন্ন বেসরকারী টেলিভিশনের রাঙামাটি জেলার জন্য নিয়োগপ্রাপ্ত ব্যাক্তিরা এই সংগঠনের সদস্য বলে বিবেচিত হবেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.