বৃহস্পতিবার রাঙামাটি সার্কিট হাউজে তিন পার্বত্য জেলা ও উপজেলা প্রতিনিধিদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন সংবাদ প্রতিদিনের সম্পাদক আবু জাফর সূর্য।
সংবাদ প্রতিদিনের তিন পার্বত্য জেলার সমন্বয়ক এম.কামাল উদ্দিনের নেতৃত্বে রাঙামাটি সার্কিট হাউজে ফুলেল শুভেচ্ছা জানানো। এসময় আরো উপস্থিত ছিলেন সংবাদ প্রতিদিনের মফস্বল সম্পাদক মো.সাইফুল ইসলাম শওকত,রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল,রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা ও রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ফজলুর রহমান রাজন,এম.সংবাদ প্রতিদিন তিন পাবত্য জেলা সমন্বয়ক,পুষ্প মোহন চাকমা, সংবাদ প্রতিদিন, বিলাইছড়ি প্রতিনিধি , মোঃ শফিকুল ইসলাম, সংবাদ প্রতিদিন,নানিয়ারচর উপজেলা প্রতিনিধি সৈকত দাশ, সংবাদ প্রতিদিন, বান্দরবান জেলা প্রতিনিধি, লিটন ভট্টাচার্য রানা,খাগড়াছড়ি জেলা প্রতিনিধি কিকিউ মারমা।
এসময় সংবাদ প্রতিদিনের সম্পাদক আবু জাফর সূর্য বলেন, পাহাড়ে যাত্রা শুরু করলো প্রান্তজনের জাতীয় দৈনিক সংবাদ প্রতিদিন।দৈনিক সংবাদ প্রতিদিন পার্বত্য চট্টগ্রামের অবহেলিত জনপথ,পিছিয়ে পড়া জনগোষ্ঠী, উন্নয়ন,সম্ভাবনা,ট্যুরিজম ও মেহনতি মানুষের কথাবার্তা তুলে ধরতে প্রতিনিয়ত পাহাড়ের জনগণের সাথে থাকবে সংবাদ প্রতিদিন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.