দেশে দুস্কৃতিকারীদের চলমান সহিংসতা প্রতিরোধের লক্ষে বুধবার রাঙামাটিতে সড়ক ও নৌপথে যানবাহন এবং লঞ্চের চালক ও হেলফারদের অগি নির্বাপনে প্রশিক্ষণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে রাঙামাটির জেলা আন্তঃ সড়ক ও নৌপথের প্রতিটি যানবাহনে ও লঞ্চে আগামী ১০ দিনের মধ্যে অগ্নি নির্বাপক ষ্ট্রিংগুইসার সিলিন্ডার স্থাপনের জন্য যানবাহন ও লঞ্চ মালিকদের নির্দেশ দেয়া হয়েছে।
বিজিবি রাঙামাটি সেক্টরে অনুষ্ঠিত বিজিব ও ফায়ার সার্ভিস-এর উদযোগে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন রাঙামাটি বিজিবি সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ শওকত ওসমান । অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ সাইফ উদ্দিন আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাজমুল হাসান, রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচারক মোঃ গোলাম মোস্তফা উপস্থিত ছিলেন। পরে দেশে চলমান সহিংসতা ও অগ্নি নাশকতা মোকাবেলায় চালক ও হেলাপারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
বিজিবি সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ শওকত ওসমান বলেন, চলমান সহিংসতায় হঠাৎ কোন দুর্ঘটনা ঘটলে তা দ্রুত মোকাবেলা করতে হলে আমাদের সকলকে কিছু কিছু তথ্য জানতে হবে। তাই ফায়ার সার্ভিস এর প্রশিক্ষণ প্রতিটি মানুষের খুবই গুরুত্ব পূর্ণ। তিনি বাস চালক ও হেলফারদের বুদ্ধিমর্তার সাথে প্রশিক্ষণ গ্রহণ করে তা প্রয়োগের আহবান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.