রাঙামাটিতে বিশ্ব ম্যালেরিয়া দিবসে র‌্যালি ও আলোচনা সভা

Published: 25 Apr 2017   Tuesday   

বিশ্ব ম্যালেরিয়া দিবস উপলক্ষে মঙ্গলবার  রাঙামাটিতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

চিরতরে ম্যালেরিয়া হোক অবসান- এই প্রতিপাদ্যকে সামনে রেখে  সিভিল সার্জন কার্যালয়ের সভা কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। সিভিল সার্জন ডা: শহীদ তালুকদারের সভাপতিত্বে এ সময় ডেপুটি সিভিল সার্জন সাবরিনা সুলতানা, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিনোদ শেখর চাকমা’সহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মী সহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের তবলছড়ি জামে মসজিদ চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে শেষ হয় ।

 

বক্তারা বসতবাড়ীর চতুঃপার্শ্ব পরিস্কার-পরিচ্ছন্ন রাখা ও কীটনাশকযুক্ত মশারী ব্যবহারের উপর গুরুত্বারোপ করে সুন্দর ভবিষ্যতের জন্য ম্যালেরিয়ামুক্ত করতে সবাইকে এগিয়ে আসার আহŸান জানান। এছাড়া সিভিল সার্জন কার্যালয় চত্তরে স্বাস্থ্য ক্যাম্প করে বিনামুল্যে ম্যালেরিয়ার রক্ত পরীক্ষা ও রক্ত গ্রæপ নির্নয় করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত