পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত রাঙামাটি মেডিকেল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের সকল কার্যক্রম স্থগিত রাখার দাবিতে পাহাড়ী ছাত্র পরিষদের (পিসিপি) ডাকে শনিবার সকাল-সন্ধ্যা সড়ক ও জলপথ অবরোধ চলাকালে ছাত্রলীগ,সমঅধিকার আন্দোলন ও পার্বত্য যুব ফ্রন্টের হামলায় ১৫ জন আহত হয়েছে বলে দাবি করেছে পিসিপি।পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারন সম্পাদক জুয়েল চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়েছে পিসিপির শান্তিপূর্ণ অবরোধ চলাকালে আওয়ামীলীগের জেলা সভাপতি দীপঙ্কর তালুকদার অবরোধ ভেঙ্গে গাড়িতে কওে কোর্টবিল্ডিং এলাকা অতিক্রম করার সময় তার উস্কানীতে ছাত্রলীগ,তথাকথিত সমঅধিকার আন্দোলন ও পার্বত্য যুব ফ্রন্টের সন্ত্রাসীরা পিসিপির হামলা চালায়।এতে ছাত্রলীগের কর্মীরা পিসিপি সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করলে ১৫ জন আহত হয়। এসময় দুর্জয় চাকমা (২৫), রিপন চাকমা (২১), সুরেশ চাকমা (২১), মোহনচান দেওয়ান (২৬), শ্যামলেন্দু চাকমা (৩০), কান্তি চাকমা (৪২), ছোট চাকমা (২৮), মণি চাকমা (৪০), সূর্য চাকমা (২৫), জ্যোতির্ময় চাকমা (৪৫) ও অংকুর চাকমাসহ কমপক্ষে ১৫ জন ব্যক্তি আহত হয়েছে।বিবৃতিতে আরও দাবি করা হয়, ছাত্রলীগ, সমঅধিকার আন্দোলন ও পার্বত্য যুব ফ্রন্টেরনেতাকর্মীরা বনরূপায় জুম্মদের উপর হামলা চালানোর চেষ্টা করে। এ সময় তারা জুম্ম ও জুম্মদের দোকানপাটের উপর ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে দেবর্ষি চাকমা (৩৮) নামে একজন ব্যক্তি আহত হয়। বনরূপার আলফেসানী স্কুল এলাকা থেকে ট্রাইবাল আদামের জুম্ম বসতির উপর হামলার চেষ্টা চালায়। এসময় প্রবীন চাকমা (১৭) নামে একজন পথচারীরচোখে ইটের আঘাত প্রাপ্ত হয়। পরে পুলিশ ও সেনাবাহিনী এসেহামলাকারীদের ছত্রভঙ্গ করে। সমঅধিকার আন্দোলন ও পার্বত্য যুব ফ্রন্টের নেতাকর্মীরা তবলছড়ির আনন্দ বিহার ও সিদ্ধিভবন এলাকায় জুম্মদের উপর হামলা চালায়। পরে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়। সেটেলার বাঙালিরা তবলছড়ি বাজারে জীবন্ত তঞ্চঙ্গ্যা (৩৫) নামে ফার্নিচার দোকানের এক জুম্ম শ্রমিককে অমানুষিকভাবে মারধর করে। আহত অবস্থায় তাকে রাঙামাটি হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া বেগী চাকমা (২৫) পিতা বিমল কান্তি চাকমা নামে একজন পথচারীকে কুপিয়েছে হামলাকারীরা। তাকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বেগী চাকমার মাথায়, গালে ও পেটে গুরুতর জখম হয়েছে। বিবৃতিতে শান্তিপূর্ণ অবরোধকালে ছাত্রলীগ, সমঅধিকার আন্দোলন ও পার্বত্য যুব ফ্রন্টের সাম্প্রদায়িক হামলার ঘটনায় পিসিপি তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে হামলাকারীদের অচিরেই গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানানো হয়েছে। পাহাড়ী ছাত্র সমাজসহ পার্বত্যবাসীর তীব্র প্রতিবাদের মুখেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে শনিবার রাঙামাটি মেডিকেল কলেজ উদ্বোধন করায় পিসিপি তীব্র প্রতিবাদ জানিয়ে বিবৃতিতে উল্লেখ করা হয়, জনমতের বিপরীতে অবস্থান নিয়ে এবং সর্বোপরি পার্বত্য চট্টগ্রাম চুক্তিকে অবাস্তবায়িত রেখে ও জুম্মদের জাতীয় অস্তিত্বকে বিপন্ন করার উদ্দেশ্যে রাঙামাটি মেডিকেল কলেজ উদ্বোধন করার মধ্য দিয়ে সরকারের জনবিচ্ছিন্নতা ও পার্বত্য চট্টগ্রাম চুক্তি বিরোধী দৃষ্টিভঙ্গী আরেকবার সুস্পষ্ট হয়েছে। শান্তিপূর্ণ অবরোধ চলাকালে আওয়ামীলীগের জেলা সভাপতি ও জুম্ম জাতীয় কুলাঙ্গার দীপঙ্কর তালুকদারের উস্কানীমূলক তৎপরতা ও জুম্ম স্বার্থ পরিপন্থী দালালীপনার জন্য পিসিপি তীব্র নিন্দা জানিয়েছে।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.