রাঙামাটিতে বিশ্ব টিকা সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসী সভা

Published: 24 Apr 2017   Monday   
no

no

বিশ্ব টিকা সপ্তাহ ২০১৭ উপলক্ষে রাঙামাটি জেলা পর্যায়ের এ্যাডভোকেসী সভা সোমবার রাঙামাটি জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

 

সিভিল সার্জন ডাঃ শহিদ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পরিবার পরিকল্পনা ভিাগের উপ-পরিচালক বেগম সাহান ওয়াজ, ডেপুটি সিভিল সার্জন  ডা. সাবরিনা সুলতানা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ বিনোদ শেখর চাকমা, মা ও শিশু কল্যান কেন্দ্রের চিকিৎসক ডাঃ বেবী ত্রিপুরা বক্তব্য রাখেন।


সভায় জানানো হয় শিশুদের জীবন রক্ষাকারী টিকা সমূহের মধ্যে যে সকল ক্ষেত্রে এই জেলার লক্ষ্যমাত্রা জাতীয় পর্যায়ের লক্ষ্যেমাত্রায় পৌছাতে পারেনি সেসব টিকা নিশ্চিত করার জন্য সমন্বিত উদ্যোগ গ্রহন এবং বাদ পড়া শিমুদের প্রতিটি টিকা নিশ্চিত করার জন্য সমন্বিত ভাবে কাজ করার পরিকল্পনা নেয়া হয়েছে।


রাঙামাটি জেলাধীন সকল উপজেলার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, ইপিআই সুপার ভাইজার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তাগন সভায় উপস্থিত ছিলেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত