বুধবার বিলাইছড়িতে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়। উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক প্রতিমিন্ত্রী দীপংকর তালুকদার। উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুরেশ কান্তি তংচংগ্যার সভাপতিত্বে বক্তব্য রাখেন, রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জ্যোর্তিময় চাকমা ক্যারল,বিলাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও রাঙামাটি জেলা পরিষদ সদস্য অভিলাষ তংচংগ্যার, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সদস্য জয় সেন তংচংগ্যা,উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সুকুমার চক্রবর্ত্তী,উপজেলা আওয়ামীলীগ নেতা অমর কুমার তংচংগ্যার,উপজেলা মহিলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক অনুভা তংচংগ্যার,উপজেলা যুবলীগের সভাপতি অংশা প্র“ মার্মা বেলাল,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি অরুন কান্তি তংচংগ্যার,উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক নারায়সন ঘোষ প্রমূখ । এছাড়া মতবিনিময় সভায় বিলাইছড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন বিলাইছড়ি উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক এসএম শাহীদুল ইসলাম। প্রধান অীতথির বক্তব্যে জলা আওয়ামীলীগ সভাপতি দীপংকর তালুকদার বলেন, বিগত ৫ জানুয়ারীর সংসদ নির্বাচনে বন্দুকের নলের ভয় দেখিয়ে জনগনকে ভোট কেন্দ্রে আসতে বাধা প্রদান করা হয়েছে এবং অস্ত্রের মাধ্যমে সাধারন মানুষকে আতংকগ্রস্থ করে তাদের অনুপস্থিতিতে ভোট ডাকাতির মাধ্যমে আওয়ামীলীগের নিশ্চিত বিজয় ছিনিয়ে নেয়া হয়েছে। তিনি বলেন, এখনো আওয়ামীলীগের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত আছে। তিনি বলেন, ষড়যন্ত্র ও অস্ত্রের ভয় দেখিয়ে আওয়ামীলীগের নেতাকর্মীকে দমিয়ে রাখা যাবে না। দীপংকর তালুকদার বলেন,পার্বত্য শান্তি চুক্তির যারা বিরোধীতা করেছিল, কালো চুক্তি আখ্যা দিয়ে প্রতিনিয়ত ষড়যন্ত্র করেছিল, সেই ষড়যন্ত্রকারীদের সাথে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির আঁতাত জনগন মেনে নিতে পারছে না। তিনি ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থাকার আহবান জানিয়ে সংগঠনকে শক্তিশালী করতে সকলকে একযোগে কাজ করার জন্য আহবান জানান।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.