দীঘিনালায় শনিবার থেকে শুরু হচ্ছে ১৫ দিনব্যাপী বিজু-সাংগ্রাই-বৈসুক-বিহু মেলা

Published: 31 Mar 2017   Friday   

খাগড়াছড়ির দীঘিনালায় শনিবার থেকে শুরু হচ্ছে ১৫ দিনব্যাপী বিজু-সাংগ্রাই-বৈসুক-বিহু মেলা। পাহাড়ী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব বিজু-সাংগ্রাই-বৈসুক-বিহু উৎসব মুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে বলে বিজু-সাংগ্রাই-বৈসুক-বিহু’র উদযাপন কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে।

 

 শনিবার বিকাল তিনটায় উপজেলা সদরের নার্সারী সংলগ্ন মাঠে শান্তির পায়রা উড়িয়ে ১৫ দিনব্যাপী বিজু-সাংগ্রাই-বৈসুক-বিহু মেলার উদ্বোধন করবেন খাগড়াছড়ির জাতীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। ঐতিহাসিক পার্বত্য চুক্তির পর এবারই প্রথম সবুজ বনবীথি ঘেরা এই পাহাড়ী জনপদে ত্রিপুরা সম্প্রদায়ের বৈসুক, মারমা সম্প্রদায়ের সাংগ্রাই ও চাকমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব বিজু উদযাপন উপলক্ষে বিজু-সাংগ্রাই-বৈসুক-বিহু  মেলার আয়োজন করা হয়। এদিকে প্রথমবারের মত আয়োজিত বিজু-সাংগ্রাই-বৈসুক-বিহু মেলাকে ঘিরে উপজেলার সকল সম্প্রদায়ের মানুষের মাঝে বইছে উৎসব মুখর পরিবেশ। বিশেষ করে যুবক যুবতী ও শিশু কিশোররা মেতে উঠেছে বিজু-সাংগ্রাই-বৈসুক-বিহু-এর আনন্দে।

 

বিজু-সাংগ্রাই-বৈসুক-বিহু’র উদযাপন কমিটির সভাপতি রিপন চাকমা জানান, ধর্ম যায যার উৎসব সবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই শ্লোগানকে সামনে রেখে বিজু-সাংগ্রাই-বৈসুক-বিহু উৎসবকে সার্বজনিন উৎসবে পরিনত করার লক্ষ্যে আমরা বিজু-সাংগ্রাই-বৈসুক-বিহু মেলার আয়োজন করেছি। পারষ্পরিক ভ্রাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক ঐক্যবদ্ধ প্রয়াসে আমরা বিজু-সাংগ্রাই-বৈসুক-বিহু মেলাকে মানবের মিলন মেলায় পরিনত করতে চাই।

 

উপজেলার ২ নং বোয়ালখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা জানান, এই এলাকায় বিনোদনের কোনো ব্যবস্থা না থাকায় বিজু-সাংগ্রাই-বৈসুক-বিহু মেলাকে ঘিরে মানুষের মাঝে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। পার্বত্য চুক্তির পর এই এলাকায় এ ধরনের আয়োজন এবারই প্রথম। তাই বিজু-সাংগ্রাই-বৈসুক-বিহু মেলা এই এলাকার সকল সম্প্রদায়ের মাঝে বিরাজমান সম্প্রীতির সেতুবন্ধনকে আরো সুদৃঢ় করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত