বরকলে ভালুভিটা দ্বীপে ১৯ফুট উচ্চতার বুদ্ধ মূর্তি নির্মাণে ধর্মীয় অনুষ্ঠান

Published: 31 Mar 2017   Friday   

বরকল উপজেলা সদরের পাশে ভালুভিটা নামক দ্বীপে আর্শিবাদ মুদ্রায় দন্ডায়মান ১৯ ফুট উচ্চতার একটি বুদ্ধ মূর্তি নির্মাণ উপলক্ষে শুক্রবার এক বিশেষ ধর্মীয় অনুষ্ঠান মালার আয়োজন করা হয়েছে।

 

 বুদ্ধ মূর্তি নির্মানের জায়গা উদ্ধোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শ্রীমতি মনি চাকমা। বরকল কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের পরিচালনা কমিটির উদ্যোগে ও উপজেলা পরিষদের অর্থায়নে এ বুদ্ধ মূর্তিটি নির্মানের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বিনয় কিশোর খীসা। এ ধর্মীয় অনুষ্ঠানে ভিক্ষু শ্রমণসহ বৌদ্ধ দায়ক দায়িকারা উপস্থিত ছিলেন।

 

উদ্ধোধনী অনুষ্ঠানের আগে বুদ্ধ মূর্তি দান,সংঘদান, অষ্টপরিষ্কার দান, ভিক্ষু সংঘের পিন্ডু দান সহ নানা বিধ দানের অনুষ্ঠান করা হয়।

 

উদ্ধোধনী অনুষ্ঠানের ধর্ম দেশনায় হাজাছড়া সাম্য মৈত্রী বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ ভদন্ত সংঘপাল মহাথেরো। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মনি চাকমা, বড়হরিণা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিলাময় চাকমা ও বরকল প্রেস ক্লাবের সভাপতি পুলিন বিহারী চাকমা বক্তব্য রাখেন। 

 

মৈত্রী বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ ভদন্ত সংঘপাল মহাথেরো বলেন, দান শীল ভাবনা বৌদ্ধ ধর্মেও মুল ভিত্তি। বৌদ্ধ ধর্মকে প্রচার ও প্রসার ঘটাতে বুদ্ধ ধর্মের অনুসারীদের এগিয়ে আসতে হবে।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত