সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী ও জোড়দার করার লক্ষ্যে শনিবার খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিষদের রেস্ট হাউস কাম ট্রেনিং সেন্টারে আয়োজিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা। এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, শরনার্থী বিষয়ক টার্স্যফোর্স চেয়ারম্যান ও সাবেক এমপি যতীন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের উপদেষ্টা নুর নবী চৌধুরী, আওয়ামীলীগ নেতা দোস্ত মোহাম্মদ চৌধুরী, সাধারণ সম্পাদক জাহেদুল আলম এবং সাবেক এমপি আলিম উল্যাহসহ জেলার নয় উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদকরা। সভায় কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, দলের সাংগঠনিক শক্তি বাড়াতে তৃণমুল পর্যন্ত সাধারণ মানুষের মাঝে সরকারের উন্নয়নের বার্তা পৌছে দিতে হবে। কোথাও কোন সমস্যা থাকলেও সাংগঠনিকভাবে সমাধান করতে হবে। তিনি জেলার নয় উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদকদের উদ্দেশ্যে বলেন, যার এলাকার যে যে সমস্যা ও উন্নয়ন মূলক প্রকল্প গ্রহণ করা প্রয়োজন তা আগে থেকে প্রস্তুত করে সংশ্লিষ্ট অফিসে জমা দিতে হবে। তৃণমূল পর্যন্ত সরকারের উন্নয়নের যেন ছোঁয়া পায় সাধারণ মানুষ। সেজন্য সবাইকে ও আন্তরিকতার সাথে কাজ করে যেতে হবে।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.