গণতন্ত্র মুক্ত দিবস উপলক্ষে শনিবার রাঙামাটিতে জাতীয়তাবাদী শ্রমিকদলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের বেসরকারী উন্নয়ন সংস্থা আশিকা হল রুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-ধর্ম বিষয়ক সম্পাদক ও রাঙামাটি জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট দীপেন দেওয়ান। জেলা শ্রমিকদলের সভাপতি মমতাজ মিয়ার সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্যে রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি রবীন্দ্র লাল দে, যুগ্ন সম্পাদক এ্যাডভোকেট মামুনুরশীদ মামুন, সদর থানা বিএনপির সাধারন সম্পাদক রনেল দেওয়ান, কাউখালী থানা বিএনপির সাধারণ সম্পাদক সাজাই মারমা, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি দেবজ্যাতি চাকমা, সম্পাদক মোঃ জসিম উদ্দিন, জেলা তৃণমুল দলের সাধারন সম্পাদক সোহরাব হোসেন শামীম, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আবু সায়িদ, ছোটন চাকমা, সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিন, সহ সম্পাদক আশরাফ প্রমুখ। আলোচনা সভায় প্রধান অতিথি দীপেন দেওয়ান অভিযোগ করে বলেন, স্বৈরাচারী শেখ হাসিনার হিং¯্র থাবায় গণতন্ত্র আজ ক্ষত-বিক্ষত। দেশকে শেখ হাসিনা বিদেশি প্রভুদের ইঙ্গিতে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। গণতন্ত্র মুক্ত করার জন্য ৯০-এর চেয়ে আরও কঠিন সংগ্রাম করতে হবে। বিরোধী দলকে নির্মূল করতে সরকার নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন শুরু করেছে, পতিত স্বৈরাচার ও বাকশালীরা একাট্টা হয়ে বর্তমানে গণতন্ত্র বিনাশের ঘৃণ্য খেলায় মেতে উঠেছে। তাই গণতন্ত্র বিনাশী আওয়ামী বাকশালী ও নব্য স্বৈরাচার সরকারকে ক্ষমতা থেকে হটাতে হবে।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.