চিংসামং চৌধুরীর হত্যার ঘটনায় ইউপিডিএফ’কে জড়ানো দুঃখজনক: ইউপিডিএফের প্রেস বিবৃতিতে দাবি

Published: 07 Dec 2014   Sunday   

শনিবার খাগড়াছড়ির মানিকছড়িতে কলেজিয়েট হাই স্কুলের প্রধান শিক্ষক চিংসা মং চৌধুরীর মৃত্যুর ঘটনার সাথে ইউপিডিএফ-এর সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেছে সংগঠনটি। রোববার সংবাদ মাধ্যমে পাঠানো প্রেস বার্তায় গণতান্ত্রিক যুব ফোরাম কেন্দ্রীয় সভাপতি মাইকেল চাকমা বলেছেন,যারাই তাকে হত্যা করুক ঘটনাটি নিন্দনীয়। হত্যাকান্ডের সাথে ইউপিডিএফ’কে জড়ানো দুঃখজনক। চিংসা মং চৌধুরীকে একজন ইউপিডিএফ-এর সমর্থক উল্লেখ করে তিনি আরও বলেন, ঘটনার পর পরিকল্পিতভাবে খাগড়াছড়ি সদরসহ বিভিন্নস্থানে কতিপয় চক্র, সরকারী দল ও তাদের সমর্থিত ছাত্র সংগঠনের মিছিল, উগ্র সাম্প্রদায়িক ও উস্কানিমূলক স্লোগান, পাহাড়ি মালিকানাধীন দোকানপাট-ব্যবসা প্রতিষ্ঠানে ইট-পাটকেল নিক্ষেপ ও ভাংচুর চালানো হয়। তাদের প্রতিবাদের ধরণ দেখেই কারোর বুঝতে অসুবিধা থাকেনা যে এর পেছনে পরিস্কার শাসকগোষ্ঠীর ইন্ধন রয়েছে। পার্বত্য চট্টগ্রামে এযাবৎ পাহাড়িদের উপর সংঘটিত সাম্প্রদায়িক হামলা, ভূমি বেদখল, নারী নির্যাতনের মত অসংখ্য ঘটনা ঘটলেও তখন মুখচেনা এ সমস্ত ব্যক্তি ও সংগঠনগুলোর প্রতিবাদী তৎপরতা চোখে পড়েনি। কিন্তু উক্ত ঘটনাকে পুঁজি করে জল ঘোলা করা, সাম্প্রদায়িক জিগির তোলা এবং বিশেষ করে ইউপিডিএফ’কে দায়ি করে চিহ্নিত কতিপয় চক্রের জঙ্গী কর্মসূচি গ্রহণকে শাসকগোষ্ঠীর পরিকল্পনা বাস্তবায়ন ছাড়া অন্য কিছু বলা যায় না বলে দাবি করা হয় প্রেস বার্তাতে। প্রেস বার্তায় মাইকেল চাকমা অভিযোগ করে বলেন, ইউপিডিএফ’কে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে সরকার ও প্রতিক্রিয়াশীল চক্র নানা ষড়যন্ত্র চক্রান্তে মেতে উঠেছে। আন্তঃসাম্প্রদায়িক বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে চিংসা মং-এর হত্যাকান্ডকে ভিন্নখাতে প্রবাহিত করে সরকার-প্রতিক্রিয়াশীল চক্র নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিলের পায়তারা চালাচ্ছে।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত