মানিকছড়িতে স্কুল শিক্ষককে হত্যা ও জনসংহতি সমিতি নেতাকে গুলির প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ

Published: 07 Dec 2014   Sunday   

খাগড়াছড়ির মানিকছড়িতে স্কুল শিক্ষককে হত্যা ও অপর একজনকে গুলি করে আহতের প্রতিবাদে রোববার রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি। জেলা প্রশাসন কার্যালয় চত্বরে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তা ছিলেন জনসংহতি সমিতির কেন্দ্রীয় নেতা সৌখিন চাকমা। জনসংহতি সমিতির জেলা শাখার সহ-সভাপতি সুবর্ণ চাকমার সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্যে দেন জনসংহতি সমিতির নেতা রুপক চাকমা, মহিলা সমিতির নেত্রী ওয়াচিং প্র“ মারমা, যুব সমিতির নেতা তাপস চাকমা ও পাহাড়ী ছাত্র পরিষদ নেতা বাচ্চু চাকমা। এর আগে একটি বিক্ষোভ মিছিল জনসংহতি সমিতির জেলা শাখার কার্যালয় থেকে শুরু হয়ে বনরুপা পেট্রোল পাম্প চত্বর পর্ষন্ত ঘুরে গিয়ে জেলা প্রশাসন কার্যালয় চত্বরে প্রতিবাদ সমাবেশ করা হয়। সমাবেশে বক্তারা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, জনসংহতি সমিতির পক্ষ থেকে যখনই পার্বত্য চুক্তি বাস্তবায়নে আল্টিমেটাম হিসেবে সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের ঘোষনা দেয়া হয়েছে তখনই ইউপিডিএফ একের পর এক হত্যাসহ পার্বত্য পরিস্থিতি ঘোটালে করার ষড়যন্ত্র মেতেছে। বক্তারা অবিলম্বে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য দাবি জানান।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত