বিএনপি-জামাতের সকল ষড়যন্ত্র প্রতিহত করতে ছাত্রলীগকে প্রস্তুত থাকতে হবে–কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি

Published: 10 Dec 2014   Wednesday   

বুধবার খাগড়াছড়িতে জেলা ছাত্রলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। খাগড়াছড়ি টাউন হলে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ ইকবাল বাহারের সভাপতিত্তে অনুষ্ঠিত কর্মী সভায় এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহেদুল আলম, জেলা আওয়ামীলীগের শিক্ষা ও ছাত্র বিষয়ক সম্পাদক দিদারুল আলম, ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক মংসাপ্রু চৌধুরী অপু এবং জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কেএম ইসমাইল হোসেন। প্রধান বক্তাকেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম বলেন,বর্তমান সরকারের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে বিএনপি নেত্রী ও তাঁর জোট আবারো ২১ আগষ্টের মতো ষড়যন্ত্র করছে। এদেশে যুদ্ধাপরাধীর বিচার প্রক্রিয়া বানচালেরও অপচেষ্টা চলছে। যত চেষ্টাই বিএনপি নেত্রী ও তার জোটের শরিকরা করুক না কেন যুদ্ধাপরাধীদের বিচার বাংলার মাটিতেই হবে। তাই সকল ষড়যন্ত্র মাকাবেলায় ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীকে প্রস্তুত থাকতে হবে। তিনি আরও বলেন,বিএনপি-জামাত সারাদেশে চোরাগোপ্তাভাবে সংঘাত-অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে। পার্বত্য এলাকায় জননেত্রী-প্রধানমন্ত্রীর সূচিত শান্তি এবং উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করার ষড়যন্ত্র করছে। তাই মোকাবেলা ছাত্রলীগের জেলা-উপজেলা-ইউনিয়ন থেকে তৃণমূল পর্যন্ত সকল নেতা-কর্মীকে সর্বদা প্রস্তুত থাকতে হবে।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত