খাগড়াছড়ি জেলা ছাত্রদলের কমিটি গঠিত

Published: 13 Dec 2014   Saturday   

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, খাগড়াছড়ি জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে।মোঃ মহিউদ্দিনকে  সভাপতি, কংজঅং মারমাকে সাধারন সম্পাদক ও মেহেদী হাসান রাসেলকে সাংগঠনিক সম্পাদক করে ৩  বছর মেয়াদী ১’শ ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। শনিবার সকালে জেলা শহরের জিরোমাইলস্থ জেলা পরিষদ হর্টিকালচার পার্কে জেলা ছাত্রদল পুনর্গঠনের নতুন কমিটি লক্ষ্যে প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সমীরণ গ্রুপের নেতৃত্বাধীন জেলা বিএনপি’র সহ-সভাপতি মো. বেলায়েত হোসেন ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপি’র সহ-সভাপতি মণীন্দ্র লাল ত্রিপুরা, জেলা বিএনপি নেতা রফিকুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি মো. আব্দুছ সালাম, সাবেক ছাত্রনেতা গফুর তালুকদার, মাটিরাঙ্গা উপজেলা বিএনপি’র সভাপতি নাছির চৌধুরী, মানিকছড়ি উপজেলা বিএনপি’র সভাপতি রবিউল ফারুক, পানছড়ি উপজেলা বিএনপি’র সভাপতি হোসেন মেম্বার, দিঘীনালা উপজেলা বাচা মিয়া মেম্বার, সদর উপজেলা যুবদলের আহবায়ক এরশাদ হোসেন চৌধুরী এবং সদস্য সচিব মো. সোলায়মান। সম্মেলনে প্রধান অতিথি বলেন, এ যাবত খাগড়াছড়িতে যতবারই ছাত্রদলের কমিটি গঠিত হয়েছে সবগুলোই কমিটি পকেট কমিটি। কখনও চট্টগ্রামে, কখনও ঢাকায় স্বজনপ্রীতি ও পরিবারতান্ত্রিক ভাবে ছাত্রদল গঠন করায় রাজপথে ছাত্রদলের আন্দোলন গতিশীল হয়নি। তিনি আরো বলেন, বর্তমান প্রজন্ম পকেট কমিটিতে বিশ্বাসী নয়। গণতান্ত্রিক প্রক্রিয়ায় ১৯৯২ সালের পর প্রথমবারের মত খাগড়াছড়ি জেলা ছাত্রদলের পুর্ণাঙ্গ কমিটি গঠন করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উপহার দিতে পেরে আমরা গর্বিত। তিনি নব-কমিটিকে রাজপথে থেকে সরকার পতনের আন্দোলনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। উল্লেখ্য, খাগড়াছড়ি জেলা বিএনপি’র সভাপতি, সাবেক সাংসদ, সাবেক পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান ওয়াদুদ ভূইয়ার নেতৃত্বাধীন খাগড়াছড়ি জেলা ছাত্রদল সক্রিয় রয়েছে।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত