রাঙামাটির নানিয়ারচরে বগাছড়িতে পাহাড়ী গ্রামে অগ্নিসংযোগ ও কাপ্তাইয়ে স্কুল ছাত্রী আতুমা মারমা ওরফে ছবিকে ধর্ষনের পর হত্যার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশে করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি(জেএসএস)। জেলা প্রশাসন কার্যালয় চত্বরে আয়োজিত সমাবেশে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতা সুবর্ণ চাকমার সভাপতিত্বে বক্তব্যে দেন জনসংহতি সমিতির কেন্দ্রীয় তথ্য ও প্রচার ভিভাগের সহ-সম্পাদক সজীব চাকমা, মহিলা সমিতির নেত্রী সুপ্রভা চাকমা, জনসংহতি সমিতির নেতা পলাশ তংচংগ্যা, পিসিপির নেতা রিপেশ চাকমা। এর আগে একটি বিক্ষোভ-মিছিল জনসংহতি সমিতির জেলা কার্যালয় চত্বর থেকে একটি বিশাল বিক্ষোভ-মিছিল বের হয়ে বনরুপা চত্বও পর্ষন্ত ঘুরে গিয়ে জেলা প্রশাসন কার্যালয় চত্বও কার্যালয় চত্বরে সমাবেশ করা হয়। সমাবেশে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের ভূমি জবর দখল তাদের চিরায়ত ভূমি থেকে উচ্ছেদ করার হীন উদ্দেশ্য জুম্মদের উপর সাম্প্রদায়িক হামলা, নারীর উপর ধর্ষন, হত্যা অপহরণসহ নৃশংস সহিংসতা, নিপীড়ন, নির্যাতন বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে জুম্ম নারীর উপর সহিংসতার মাত্রা উদ্বেগজনকহারে বৃদ্ধি পেয়েছে। বক্তারা আারও বলেন, ইতোপূর্বে স্থানীয় নিশি কুমার চাকমার জায়গা জবরদখল করে কতিপয় সেটেলার বাঙালি উক্ত জায়গায় আনারসের চারা রোপণ করে। সোমবার রাত্রে ইউপিডিএফের সন্ত্রাসীরা উক্ত চারাগুলো কেটে দেয়। ভোরে এ নিয়ে সেটেলারদের মধ্যে উত্তেজনা দেখা দিলে ৬৫ ব্যাটালিয়নের নানিয়ারচর সেনা জোনের কম্যান্ডার লে. কর্ণেল মো: সোহেল ও টুআইসি মেজর রাকিবের নেতৃত্বে একদল সেনাসদস্যও সেখানে যায়। এক পর্যায়ে উত্তেজিত সেটেলার বাঙালিরা দলে দলে পার্শ্ববর্তী ছুরিদাসপাড়া, নবীণ কার্বারী পাড়া ও বগাছড়ি প্রভৃতি জুম্ম গ্রামে হামলা শুরু করে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, সেনাসদস্যদের উপস্থিতিতে সেটেলার বাঙালিরা প্রথমে চৌদ্দমেল এলাকার আনন্দ বাজারের ৭টি জুম্ম দোকান পেট্রোল দিয়ে অগ্নিসংযোগ করে জ্বালিয়ে দেয়। বক্তারা উক্ত ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তির দাবি জানিয়ে আতুমা মারমার হত্যাকারীদের এবং নানিয়ারচরের জুম্ম গ্রামে সাম্প্রদায়িক হামলাকারীদের গ্রেফতার, ক্ষিতগ্রস্থদের ক্ষতিপূরণ, ইউপিডিএফের সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহনের জোর দাবি জানান।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.