রাঙামাটিতে স্বেচ্ছাসেবী সংগঠন হিলর ভালেদী’র ব্যতিক্রমধর্মী উদ্যোগ

Published: 11 Mar 2017   Saturday   

স্বেচ্ছাসেবী সংগঠন হিলর ভালেদী উদ্যোগে রাঙামাটি রাজবন বিহাবে গেল বৃহস্পতিবার সারারাত ব্যাপী মহাসংঘ সুত্র ও পরিত্রান সুত্র শ্রবণে হাজার হাজার পূর্ণার্থীদের মাঝে বিনা পয়সায় চা বিতরণ করেছে। 

 

রাঙমাটি রাজবন বিহার প্রাঙ্গনে আয়োজিত মহাসংঘ সুত্র ও পরিত্রান সুত্র শ্রবনের এ ধর্মীয় অনুষ্ঠানে স্বেচ্ছাসেবী সংগঠন হিলর ভালেদী ৫২ জন স্বেচ্ছাসেবী কর্মীকে নিয়ে রাত ১০ টা থেকে সারারাত হাজার হাজার পূর্ণার্থীদের মাঝে বিনা পয়সায় চা বিতরণ করেন। এতে পরিচালনা করেন হিলর ভালেদী স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারন সম্পপাদক ও দৈনিক আমাদের আলোকিত সময়ের রাঙামাটি প্রতিনিধি পলাশ চাকমা।


এসময় উপস্থিত ছিলেন হিলর ভালেদী স্বেচ্ছাসেবী সংগঠনের উপদেষ্টা  স্নেহাশীষ চাকমা, বৌদ্ধ ধর্মালম্বীদের অন্যতম জনপ্রিয় অনলাইন নির্বান টিভির পরিচালক এ্যাডভোকেট রিগ্যান বড়–য়া ও হিলর ভালেদী স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং দৈনিক ঢাকার ডাক পত্রিকার ও চাটগাঁর সংবাদ পত্রের রাঙামাটি প্রতিনিধি সুপ্রিয় চাকমা শুভ।


হিলর ভালেদী উপদেষ্টা স্নেহাশীষ চাকমা জানান বলেন, এই ধরনের মহতী উদ্যোগ সবাই হাতে নিয়ে সহজে করতে পারে না। হিলর ভালেদী স্বেচ্ছাসেবী সংগঠন যে কাজ হাতে নেয় সে কাজ সুষ্ঠ ভাবে পরিচালনা করতে পারে। কেননা এই সংগঠনের মাঝে হিলর ভালেদী স্বেচ্ছাসেবী সংগঠনের অন্যতম উদ্যোক্তা সভাপতি সুপ্রয়ি চাকমা শুভ এর ভূমিকা প্রধান।


হিলর ভালেদী`র সভাপতি সুপ্রিয় চাকমা শুভ জানান, কোন কাজকে ছোট মনে করা উচিৎ নয়। তাদের এ এসব কাজ শুধু তিনি পরিচালনা করেন না। সাধারণ সম্পাদক পলাশ চাকমা ,সম্পাদীকা জবা চাকমা, দপ্তর সম্পাদক রিপেন চাকমা না থাকলে হাজার হাজার পূর্ণার্থীদের মাঝে বিতরন করা সম্ভব হত না। ভবিষ্যতে যাতে আরও এর চেয়ে বড় কর্মসূচী হাতে নিতে পারেন সেজন্য কার্যকরী সদস্যসহ সাধারণ সদস্যদের প্রতি বিশেষ সহযোগিতা কামনা জানাচ্ছি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত