রাঙামাটিতে সাংবাদিক জামাল হত্যার বিচারের দাবীতে মানববন্ধন

Published: 07 Mar 2017   Tuesday   

সাংবাদিক জামাল উদ্দীনের হত্যাকান্ডের বিচার দাবীতে মঙ্গলবার রাঙামাটিতে মানববন্ধন করেছেন সাংবাদিকরা।

 

রাঙামাটি পৌরসভার সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনে রাঙামাটিতে কর্মরত বিভিন্ন টেলিভিশন ও প্রিন্ট মিডিয়া সাংবাদিকরা অংশ নেয়। মানববন্ধনে সাংবাদিক ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা একাত্ততা প্রকাশ করেন।

 

মানববন্ধন চলাকালে বক্তব্যে  দেন রাখেন, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাওখায়াৎ হোসেন রুবেল, সাধারণ সম্পাদক মো. আনোয়ার আল হক, রাঙামাটি পৌর প্যানাল মেয়র মো. জামাল উদ্দীন, কাউন্সিলর বাবু, সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ, সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মো. সোলায়মান, রাঙামাটি রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক মো. এম জিসান বক্তিয়ার,মো. আবু সাদ্দাৎ সায়েম,সাংবাদিক সত্রং চাকমা ও রাঙামাটি জার্নালিস্ট নেটওয়ার্ক সাধারণ সম্পাদক ফাতেমা জান্নাত মুমু প্রমুখ।

 

বক্তারা বলেন, জামাল হত্যাকান্ডের দীর্ঘ ১০ বছর পুর্ণ হলেও আজ পর্যন্ত রাঙামাটি সাংবাদিক সমাজ ও নিহতের পরিবারের সদস্যরা সুষ্ঠু বিচার পায়নি। বক্তারা জামাল হত্যাকান্ডসহ সকল সাংবাদিক হত্যাকান্ডের বিচার নিশ্চিত করার দাবী জানান।

 

মানববন্ধনে বক্তরা অভিযোগ করে বলেন, শুধুমাত্র রাঙামাটির সাংবাদিক জামাল নয়, দেশের বিভিন্ন স্থানে যেসব সাংবাদিক খুন হয়েছে অধিকাংশ ক্ষেত্রেই পুলিশের বিরুদ্ধে মূল অপরাধীদের পাশ কাটিয়ে চার্জশিট দেওয়া, দুর্বল অভিযোগ উত্থাপন এবং চার্জশিটভুক্ত আসামিদের গ্রেফতার না করার অভিযোগ আছে।

 

উল্লেখ্য, ২০০৭ সালের ৬ মার্চ রাঙামাটি শহরে পর্যটন এলাকায় একটি গাছের নিজ থেকে সাংবাদিক জামালের মৃতদেহ  উদ্ধার কওে পুলিশ। নিহত সাংবাদিক জামাল উদ্দীন বেসরকারি টিভি চ্যানাল এনটিভির, স্থানীয় দৈনিক গিরিদর্পণের বার্তা প্রধান ও দৈনিক বর্তমান বাংলা, বার্তা সংস্থা আবাসে রাঙামাটি জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত