মাটিরাংগার তাইন্দং-এ স্কুল ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে খাগড়াছড়িতে হিল উইমেন্স ফেডারেশন-পিসিপি’র বিক্ষোভ

Published: 22 Dec 2014   Monday   

 

 

 

মাটিরাংগার তাইন্দং-এ ৫ম শ্রেণীর স্কুল ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে সোমবার খাগড়াছড়ি শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হিল উইমেন্স ফেডারেশন ও বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি)। পাহাড়ি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রতন স্মৃতি চাকমার পাঠানো প্রেস বার্তায় বলা হয়, পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে নারী ধর্ষণ, নির্যাতন রুখে দাও” এই শ্লোগানকে সামনে রেখে চেঙ্গী স্কোয়ারে প্রতিবাদ সামবেশে পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা কমিটির সদস্য এলটন চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অংগ্য মারমা, পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রতন স্মৃতি চাকমা, হিল উইমেন্স ফেডারেশন জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক অর্না চাকমা ও পিসিপি খাগড়াছড়ি সরকারি কলেজ শাখার দপ্তর সম্পাদক রিয়েল ত্রিপুরা। এর আগে একটি বিক্ষোভ- খাগড়াছড়ি সদরের স্বনির্ভর এলাকা থেকে শুরু হয়ে নারাঙহিয়া, উপজেলা পরিষদ এলাকা হয়ে চেঙ্গী স্কোয়ারে গিয়ে শেষ হয়। বক্তারা তাইন্দংয়ে ৫ম শ্রেণীর স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় নিন্দা জানিয়ে বলেন, এদেশের শাসকশ্রেণী জুম্ম জাতিকে ধ্বংস করার জন্য বিভিন্ন পাঁয়তারা চালাচ্ছে। তারই কৌশল হিসেবে সেটলার বাঙালিদের লেলিয়ে দিয়ে মা-বোনের ইজ্জত লুন্ঠন করা হচ্ছে। কাপ্তাইয়ে এক মারমা স্কুলছাত্রীকে ধর্ষণ ও হত্যার রেশ কাটতে না কাটতেই তাইন্দংয়ে স্কুলছাত্রী ধর্ষিত হওয়ার ঘটনায় বক্তারা উদ্বেগ প্রকাশ করেন। বক্তারা আরো বলেন, পার্বত্য চট্টগ্রামে নারী ধর্ষণের ঘটনা নতুন নয়। প্রতিনিয়ত এ ধরনের ঘটনা ঘটেই চলেছে। দিন দিন এর মাত্রা বৃদ্ধি পাচ্ছে। শুধু পার্বত্য চট্টগ্রামে নয়, সমতলে বসবাসরত সংখ্যালঘু জাতির অধ্যুষিত অঞ্চল সহ দেশের বিভিন্ন এলাকায় এ ধরণের ঘটনা বৃদ্ধি পেয়েছে। এসব ঘটনায় সেনা-বিজিবি-পুলিশের কতিপয় সদস্যের নাম বিভিন্ন মিডিয়ায় প্রকাশ পেয়েছে। কিন্তু এসব ঘটনায় দোষীদের বিরুদ্ধে কার্যকর কোন পদক্ষেপ গ্রহণ করা হয় না। সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে তাইন্দং-এ স্কুল ছাত্রীকে ধর্ষণকারী বাদশা মিয়াকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং নানিয়াচরের বগাছড়িতে পাহাড়ি গ্রামে হামলাকারী সেটলারদের গ্রেফতার ও ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত