রাঙামাটিতে মেডিকেল কলেজ উদ্বোধনকে কেন্দ্র করে সংঘর্ষ

Published: 10 Jan 2015   Saturday   

রাঙামাটি শহরে বিতর্কিত মেডিকেল কলেজ উদ্বোধনকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষে সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে গণতান্ত্রিক যুব ফোরামসহ চারটি সংগঠন।

 ইউপিডিএফের সহযোগী সংগঠন গণতান্ত্রিক যুব ফোরাম কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক রিপন চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, ষাট সালে উন্নয়নের দোহাই দিয়ে পাকিস্তান সরকারের সৃষ্ট কাপ্তাই বাঁধের ধকল পার্বত্যবাসী এখনও কাটিয়ে উঠতে পারেনি। তার ওপরে রয়েছে কাপ্তাই সুইডিশ পলিটেকনিক ইন্সটিটিউটের সুফলের দৃষ্টান্ত। পার্বত্য চট্টগ্রামের বিপুল সংখ্যাগরিষ্ঠ জনগণের মতামত তোয়াক্কা না করে সম্পূর্ণ প্রশাসনিক কর্তৃত্ব খাটিয়ে বিতর্কিত মেডিকেল কলেজ উদ্বোধনের মাধ্যমে ক্ষমতাসীন সরকার প্রকারান্তরে পাঞ্জাবি শাসকগোষ্ঠীর মূর্তিতে আবির্ভূত হয়েছে এবং চিহ্নিত সাম্প্রদায়িক চক্রকে উস্কানি দিচ্ছে। মুখে উন্নয়নের বুলি কপচালেও সরকারের আসল উদ্দেশ্য হচ্ছে নানা ছলা-কলায় পাহাড়িদের নিজ বাস্তুভিটা থেকে বিতাড়ন, সেটলার-সেনা দিয়ে ভূমি বেদখল, সাম্প্রদায়িক উত্তেজনা জিইয়ে রেখে হত্যাকান্ড, দমন-পীড়ন জারি রাখা, যার আইনী নাম হল অপারেশন উত্তরণ।

বিবৃতিতে দাবি করা হয়, মেডিকেল কলেজ উদ্বোধনকে কেন্দ্র করে ক্ষমতাসীন শাসকচক্রের মুখোশ আবারও জনগণের সামনে উন্মোচিত হয়েছে দাবি করে বলা হয়, সাম্প্রদায়িক অপশক্তিগুলো সরকারের তথাকথিত উন্নয়নের সমর্থক সেজে পাহাড়ি-বাঙালি দাঙ্গা বাঁধিয়ে এলাকার রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত করতে চাইছে।

সকল প্রকার উত্তেজনা ও উস্কানির মুখেও সকলকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়, যারা পাহাড়ি ও বাঙালি জনগণের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে ফায়দা লুটতে চায় তারা উভয় জনগণের শক্র।

বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে দাঙ্গাবাজদের গ্রেফতার করে রাঙামাটি শহরে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে।

যৌথ বিবৃতিতে স্বাক্ষরকারীরা হলেন পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি থুইক্যচিং মারমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি মাইকেল চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি নিরূপা চাকমা ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সভাপতি সোনালী চাকমা।

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত