রাঙামাটির সাপছড়ি খামারপাড়া এলাকায় সিএনজি চালক বাবুগুলো চাকমাকে হত্যার প্রতিবাদে মঙ্গলবার কতুকছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি)।
পাহাড়ি ছাত্র পরিষদ।জেলা শাখার তথ্য ও প্রচার সম্পাদক নিকন চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, ‘ভ্রাতৃঘাটি সংঘাতের বিরুদ্ধে রুখে দাড়ান শ্লোগানকে সামনে রেখে বাবুগুলো চাকমার হত্যার জড়িতদের বিচারের দাবিতে মঙ্গলবার কতুকছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। বিক্ষোভ-মিছিলটি বড় মহাপুরুম উচ্চ বিদ্যালয় গেইট থেকে শুরু হয়ে কতুকছড়ি বাজার প্রদক্ষিন করে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন পিসিপি জেলা সভাপতি বাবলু চাকমা ও সাধারণ সম্পাদক অনিল চাকমা।
বক্তারা অভিলম্বে সিএনজি চালক বাবুগুলোর হত্যার সাথে জড়িত সন্তু লারমার সশস্ত্র সন্ত্রাসীদের বিচারের দাবি জানিয়ে বলেন, জানান। বলেন, সন্তু লারমা ভ্রাতৃঘাতি সংঘাত জিইয়ে রেখে শাসক গোষ্ঠির কাজগুলো করে দিচ্ছেন। সন্তু লারমা মুখে অসহযোগের কথা বলে জনগনের সাথে বেঈমান করে ভ্রাতৃঘাতি সংঘাত চালিয়ে যাচ্ছেন।
এদিকে, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহ তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা এ ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করে বলেছেন,এলাকাটি সম্পুর্ন ইউপিডিএফর নিয়ন্ত্রিত এলাকা। সেখানে এ ধরনের ঘটনার সাথে জনসংহতি সমিতি জড়িত থাকা প্রশ্নই আসে না। জনসংহতি সমিতির ভাবমূর্তি নষ্ট করতে ইউপিডিএফ এ ধরনের অপপ্রচার চালাচ্ছে বলে তিনি দাবি করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.