নানান কর্মসূচী পালনের মধ্য দিয়ে রাঙামাটিতে অমর একুশে ফেব্রুয়ারী তথা মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে।
একুশের প্রথম প্রহরে রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্প স্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফিরোজা বেগম চিনু।
এর পর রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা. জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান ও পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদেও প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।
এছাড়া বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়। সকালে অনুষ্ঠিত হয় প্রভাত ফেরী । শত শত শিক্ষার্থী প্রভাত ফেরী সহকারে খালি পায়ে উপস্থিত হয় শহীদ মিনারে। এসময় ক্ষুদে শিক্ষার্থীদের হাতে শোভা পায় জাতীয় পতাকা, শহীদ মিনারের প্রতিকৃতি এবং বাংলা বর্ণমালা।
অপরদিকে, বিকালে জেলা প্রশাসন কার্যালয় চত্বরে সপ্তাহব্যাপী বই মেলার উদ্ধোধন করা হয়। এছাড়া সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা, পুরুস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.