গাজীপুরে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার মহাসমাবেশে বাধা দেয়ার প্রতিবাদে শনিবার রাঙামাটিতে জেলা বিএনপি বিক্ষোভ-সমাবেশ করেছে। কলেজগেইট এলাকার বটগাছ তলায় আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-ধর্ম বিষয়ক সম্পাদক ও জেলা জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট দীপেন দেওয়ান। জেলা শ্রমিক দলের সভাপতি মমতাজ মিয়ার সভাপতিত্বে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি দেবজ্যোতি চাকমা, নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি এজাজ নবী রেজা, জেলা ছাত্র দলের সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান, জেলা তৃণমুল দলের সভাপতি জাহেদুল ইসলাম, ছাত্রদলের রাঙামাটি কলেজ শাখার সভাপতি ইমরান চৌধুরী, পৌর বিএনপির ৯নং ওয়ার্ড সভাপতি বাচ্চু মিয়া, জেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন, জেলা তৃণমূল দলের সাধারন সম্পাদক সৌরভ হোসেন শামিম প্রমুখ। সমাবেশ শুরুর আগে একটি বিক্ষোভ-মিছিল কলেজ গেইট এলাকা থেকে সদর উপজেলা পরিষদ কার্যালয় চত্বর হয়ে রাঙামাটি জেনারেল হাসপাতাল রোড পর্ষন্ত ঘুরে গিয়ে আবারও কলেজ গেইটের বটতলায় প্রতিবাদ সমাবেশ করা হয়। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা দীপেন দেওয়ান গাজীপুরে দেশ নেত্রী খালেদা জিয়ার মহাসমাবেশে বাধা দেয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, শেখ হাসিনার অবৈধ সরকার খালেদা জিয়ার মহাসমাবেশকে ভয় পেয়ে এ বাধা দিয়েছেন। শেখ হাসিনার সরকারের প্রতি বাংলাদেশের আপামর জনসাধারনের কোন সমর্থন নেই। এ সরকার প্রশাসনযন্ত্র ও পুলিশকে ব্যবহার করে ক্ষমতায় ঠিকে থাকতে চায়। বাংলার জনগণ তা হতে দেবে না। খালেদা জিয়ার নেতৃত্বে এ সরকারের পতন ঘটানো হবে। তিনি আরও বলেন, বিএনপির নেতাকর্মীদের হামলা ও মামলা করে এ অবৈধ সরকারের গদি ঠিকে রাখা যাবে না। অনেক ধৈর্য্য ধরা হয়েছে। আর ধৈর্য্য ধারনের সময় নেই। তাই এ অবৈধ সরকারের পতনের জন্য আন্দোলন তীব্রতর করতে হবে। প্রয়োজনে খালেদা জিয়ার নেতৃত্বে রাঙামাটি পার্বত্য জেলা থেকে সরকার হঠাও আন্দোলন শুরু করা হবে। তিনি এ অবৈধ সরকারের পতনে জোরালো আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.