বাঘাইছড়ি পৌর নির্বাচনে প্রার্থীদের সাথে প্রশাসনের মধ্যে এক জরুরি আইন-শৃঙ্খলা সভার আয়োজন

Published: 14 Feb 2017   Tuesday   

মঙ্গলবার বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনে প্রার্থীদের সাথে প্রশাসনের মধ্যে এক জরুরি আইন-শৃঙ্খলা সভার আয়োজন করা হয়েছে। 


উপজেলা পরিষদ মিলনায়তনে আইন শৃঙ্খলা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বড়ঋষি চাকমা, ভাইস চেয়ারম্যান দীপ্তিমান চাকমা, ১১ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক মো. আশরাফুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা মো. নাজিম উদ্দিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম চৌধুরী, বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলী হোসেন, বিএনপির মেয়র প্রার্থী মো. ওমর আলী, স্বতন্ত্র মেয়র প্রার্থী মো.আজিজুর রহমান, সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থী আমেনা খাতুন, কাউন্সিলর প্রার্থী মো. হাফেজ আহমেদ, মো. হোসেন, মো. নাজের ও ইউসুফ নূবী প্রমূখ।


সভায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আগামী ১৮ ফেব্রুয়ারী বাঘাইছড়ি পৌর নির্বাচনে প্রার্থীদের নিরপেক্ষ ও সুষ্ঠু ভোট গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে। 


বিএনপি মেয়র প্রার্থী মো. ওমর আলী বলেন, এখনো পর্যন্ত প্রচারণায় কোনো প্রকার বাধা বা হুমকি পাওয়া যায়নি। তবে নির্বাচনে দিন পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা প্রয়োজন। 


স্বতন্ত্র প্রার্থী মো. আজিজুর রহমান বলেন, জাতীয় দুই রাজনৈতিক দলের প্রার্থীরা জাল ভোট, ভোটারদের প্রভাবিত ও ব্যালট পেপার ফাঁস করা আভাস পাওয়া যাচ্ছে। সেজন্য প্রশাসনের কাছে সর্তক হওয়া প্রয়োজন। ভোট গ্রহণের সময় অধিক সংখ্যক নিরাপত্তা বাহিনী মোতায়নের দাবি জানান। 


উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলী হোসেন বলেন, আমাদের দলের পক্ষ থেকে কোনো প্রার্থীকে হুমকি বা বাধা প্রদান করা হয়নি। আমরা চাই বর্তমান সরকারে অঙ্গিকার নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া জন্য। জাল ভোট, ভোটারদের প্রভাবিত ও ব্যালট পেপার ফাঁস করা বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন। 


জেলা নির্বাচন কর্মকর্তা মো. নাজিম উদ্দিন বলেন, আমরা আশা রাখতে পারি বাঘাইছড়িপৌর নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু হবে। এখনো পর্যন্ত কোনো প্রকার অভিযোগ ও আচারণবিধি লংঘনের অভিযোগ পাওয়া যায়নি। সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে প্রচারনা চলছে। 


উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজুল ইসলাম বলেন, প্রশাসন নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের জন্য যা করা দরকার তা প্রস্তুতি নিয়েছে। প্রার্থীদের আশ্বস্ত করে তিনি বলেন, আপনাদের চিন্তার কোনো চিন্তা কারণ নেই। সুষ্ঠু ভোট গ্রহণের জন্য অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী চাহিদা দেওয়া হয়েছে।

 

সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন হলে ভোটারদের সংখ্যা চেয়ে বেশি নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হবে। বুধবার থেকে পৌর শহরে মোটরসাইকেল চলাচলের নিয়ন্ত্রণ করা হবে বলে জানান তিনি। 


উল্লেখ্য, আগামী ১৮ ফেব্রুয়ারী বাঘাইছড়ি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগের জাফর আলী খান, বিএনপির মো.ওমর আলী এবং স্বতন্ত্র প্রার্থী ও সাবেক ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান প্রতিদ্বন্ধিতা করছেন। ৯ ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৫ জন এবং ৩টি সংরক্ষিত মহিলা আসনে ৬ প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।

 

এ পৌরসভায় মোট ভোটার রয়েছেন ১০ হাজার ১৭৭ জন(পুরুষ ৫ হাজার ৪০৭ জন ও মহিলা ৪ হাজার ৭৭০)। এর মধ্যে পাহাড়ী ভোটার রয়েছেন ১হাজার ৬৩২ জন। নির্বাচনী ৯ কেন্দ্রের ৩৩ বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত