টেলিভিশন ক্রয়ের দরপত্র
এনজিও হেল্থ সার্ভিস ডেভেলপমেন্ট প্রজেক্ট (এনএইচএসডিপি)
সহযোগিতায়: পার্থ ফাইন্ডার ইন্টারন্যাশনাল
বাস্তবায়নে: গ্রীনহিল
তারিখ: ১২/২/২০১৭
ক্র:নং |
আইটেমের নাম |
আইটেমের বিবরন |
একক |
একক মূল্য |
মন্তব্য |
|||
সনি |
স্যামসান |
শার্প |
|
|||||
১ |
টেলিভিশন (এ্লইডি)
|
Size-32" |
টি |
|
|
|
|
|
Note:
মূল্য নির্ধারন: বর্ণিত পুর্ণাঙ্গ বিবরন অনুযায়ী সরবরাহকারীকে ভ্যাটের সমপরিমান অর্থের উপর ইউএসএআইডি কর্তৃক প্রদত্ত ভ্যাট কূপন গ্রহনে বাধ্য থাকিতে হইবে এবং অপরদিকে একক মূল্যের উপর ট্যাক্সসহ দর উল্লেখ করতে হবে।
দরপত্র/কোটেশন প্রদান: উক্ত দরপত্রটি/ কোটেশন আগামী ১৬/২/২০১৭ইং তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে গ্রীনহিল, প্রধান কার্যালয়ে বিকাল ৫টার মধ্যে অফিসের ফ্রন্ট ডেস্ক শাখায় জমা দিতে হবে। সরবরাহে অভিজ্ঞতাসম্পন্ন ব্যাক্তি বা প্রতিষ্ঠানকে অগ্রাধিকার দেওয়া হবে।
পন্য সরবরাহ ও সরবরাহের স্থান : সকল পন্য/মালামাল চালানের মাধ্যমে সম্পূর্ন ভাল অবস্থায় কার্যাদেশে উল্লেখ সাপেক্ষে সম্ভাব্য আগামী ২৮/২/২০১৭ইং তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে গ্রীনহিল, ইন্দ্রানী হাউজ, চম্পকনগর, রাঙ্গামাটিতে সরবরাহ করা হতে পারে। এবং সরবরাহের পূর্বে তার গুনগত মান সংস্থার প্রতিনিধি কর্তৃক যাচাই করা হবে। পন্যের গুনগতমান অবশ্যই উল্লেখ করতে হবে।
দরপত্র কোটেশনের কার্যকারীতা: দরপত্রে উল্লেখিত সকল মূল্য আগামী ৩১ মার্চ ২০১৭ইং তারিখ পর্যন্ত কার্যকর থাকতে হবে।
বিল পরিশোধ: সকল বিল সরবরাহকারীর ব্যাংক হিসাবের মাধ্যমে পরিশোধ করা হবে। কার্যাদেশের অনুকুলে কোন প্রকার অগ্রীম প্রদান করা হবে না। তথাপি,অগ্রীম প্রদান আবশ্যক হলে তা কোটেশনে উল্লেখ করতে হবে।
মূল্য সংযোজন কর ও আয়কর: প্রত্যেক সংস্থা তার সরকারী বিধি অনুযায়ী উৎসে আয় কর ও মূল্য সংযোজন কর কর্তন করে থাকে। তবে, সরবরাহকারী কর্তৃক ইতোমধ্যে মূল্য সংযোজন কর পরিশোধ করা হয়ে থাকলে তার প্রমান দাখিল সাপেক্ষে মূল্য সংযোজন কর কর্তন করা হবেনা।
বাধ্যবাধকতা: উল্লেখিত সংস্থা কোন প্রকার লিখিত পত্র ব্যতিত এই দরপত্র আহ্বান বা দরপত্র আংশিক/সর্ম্পূন গ্রহন/বর্জন/সংশোধন করার অধিকার সংরক্ষন করে থাকে।
বিস্তারিত তথ্য ও সিডিউল উল্লেখিত ঠিকানা হতে সংগ্রহ করা যাবে। দরদাতা প্রতিষ্ঠানের নাম এবং স্বাক্ষর
তারিখ::
সীল: