বাঘাইছড়ি পৌর সভা নির্বাচন জমে উঠেছেঃ লড়াই হবে ত্রিমুখী

Published: 10 Feb 2017   Friday   

রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনকে ঘিরে নির্বাচনী প্রচারনা বেশ জমে উঠেছে। প্রাার্থীরা এখন ভোটারদের দ্বারে দ্বারে ব্যস্ত সময় অতিবাহিত করছেন। তারা ভোটারদের দিচ্ছেন নানান প্রতিশ্রতিও। এবার এ পৌর সভা নির্বাচনে আওয়ামীলীগ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ত্রিমুখী লড়াই হবে। আগামী ১৮ফেব্রুয়ারি এ পৌর সভার নির্বাচন অনুষ্ঠিত হবে। 

 

উল্লেখ্য, ২০০৪ সালে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার বাঘাইছড়িকে তৃতীয় শ্রেণীর পৌরসভা ঘোষনা করে। সে থেকে বিভিন্ন মেয়াদে ৭ জন প্রশাসক নিয়োগ দিয়ে এ পৌরসভা পরিচালনা করা হয়। গত ২০১২ সালের ৮ জানুয়ারী প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় এ বাঘাইছড়ি পৌরসভার। বর্তমানে পৌর পরিষদের মেয়াদ পূর্ণ হওয়ায় আগামী ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে এ পৌরসভার দ্বিতীয় নির্বাচন।


এদিকে আসন্ন নির্বাচনকে ঘিরে প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। একই সাথে প্রার্থীরা দলীয় নেতাকর্মী নিয়ে জনসংযোগ, সভা ও উঠান বৈঠকের ব্যস্ত সময় পার করছেন। দিচ্ছেন নানান প্রতিশ্রতিও। তবে ভোটাররা সর্তক রয়েছেন আগামীতে এ এলাকার জন্য যারা উন্নয়ন করবেন এবং সৎ ও যোগ্য প্রার্থীকে বেছে নিয়ে নির্বাচিত করবেন। এ নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগের জাফর আলী খান, বিএনপির মো.ওমর আলী এবং স্বতন্ত্র প্রার্থী ও সাবেক ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান প্রতিদ্বন্ধিতা করছেন। আওয়ামীলীগ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে ত্রিমুখী প্রতিদ্বন্ধিতা হবে বলে নির্বাচন বিশ্লেষকদের ধারনা।


অপরদিকে এ নির্বাচনে ৯ ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৫ জন এবং ৩টি সংরক্ষিত মহিলা আসনে ৬ প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। এ পৌরসভায় মোট ভোটার রয়েছেন ১০ হাজার ১৭৭ জন(পুরুষ ৫ হাজার ৪০৭ জন ও মহিলা ৪ হাজার ৭৭০)। এর মধ্যে পাহাড়ী ভোটার রয়েছেন ১হাজার ৬৩২ জন। নির্বাচনী ৯ কেন্দ্রের ৩৩ বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তবে কোন নির্বাচনী কেন্দ্র ঝুঁকিপূর্ন না থাকলেও কয়েকটি কেন্দ্রতে অধিকতর গুরুত্বপূর্ন কেন্দ্র বলে চিহিৃত করেছে প্রশাসন।


আওয়ামীলীগের মেয়র পদে মনোনীত প্রার্থী জাফর আলী খান জানান, তিনি বিপুল ভোটে জয়যুক্ত হবেন। তিনি নির্বাচিত হলে এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা,পৌর এলাকার রাস্তাঘাট,স্বাস্থ্য, শিক্ষা, সুপেয় পানি, স্যানিটেশন ব্যবস্থাসহ ১৭টি বিষয়ে উন্নয়নমূলক কাজ করে যাবেন।


বিএনপি’র মেয়র পদে মনোনীত প্রার্থী ওমর আলী জয়ী হতে পারলে তিনি বাঘাইছড়ি পৌরসভাকে উন্নয়ন ঘটাবেন উল্লেখ করে বলেন, এখনো পর্ষন্ত নির্বাচনের পরিবেশ ভাল রয়েছে। এ পরিবেশ ভাল থাকলে বিজয় সুনিশ্চিত। এ এলাকায় তার বিপুল পরিমানের সমর্থক রয়েছেন। যেখানে যাচ্ছি সেখানে সমর্থকদের প্রচুর সাড়া পাওয়া যাচ্ছে।


স্বতন্ত্র মেয়র প্রার্থী আজিজুর রহমান বলেন, এখানে দুদলের মধ্যে মধ্যে লোকজন অতিষ্ঠ হয়ে উঠেছে। যে দল ক্ষতায় যায় সেই দলই লুঠেপুঠে খাচ্ছে,মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কিছুই হয়নি। তিনি একজন মুক্তিযোদ্ধা হিসেবে তার কোন চাওয়া-পাওয়া নেই, মানুষকে সেবা করা ও দেশের উন্নয়নের জন্য তার মূল লক্ষ্য।


বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম জানান, নির্বাচনের দিনে তিন স্তরের নিরাপত্তা থাকবে। এছাড়াও নির্বাচনী দিনে র‌্যাব ও বিজিবি মোতায়েন থাকবে।


বাঘাইছড়ি পৌর সভা নির্বাচনের রিটানিং কর্মকর্তা মোঃ নাজিম উদ্দিন জানান, বাঘাইছড়ি পৌর সভার নির্বাচনকে ঘিরে আইন-শৃংখলা পরিস্থিতি খুবই শান্তিপূর্ন রয়েছে ও প্রার্থীরা নির্বাচনী প্রচার-প্রচারণা খুব ভালভাবে চালাচ্ছেন। এখনো পর্ষন্ত কোন প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লংঘন হয়নি এবং প্রতিদ্বন্ধি প্রার্থীরা কেউ কাউকে লিখিত বা মৌথিকভাবে তারা অভিযোগ করেননি।  
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত