নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পর প্রথম বারের মত আগামী ৬ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে খাগড়াছড়ির নবসৃষ্ট গুইমারা উপজেলা পরিষদের নির্বাচন। তফসিল অনুযায়ী বৃহস্পতিবার বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে প্রার্থীরা মনোনয়ন পত্র দাখিল করেছেন।
উল্লেখ্য, গুইমারাবাসীর প্রাণের দাবীর প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর সদিচ্ছা অনুয়ারী ২০১৫ সালের ২ জুন সচিবালয়ে সরকারের প্রশাসনিক পুনঃবিন্যাস সম্পর্কিত জাতীয় বাস্তবায়ন কমিটি’র (নিকার) খাগড়াছড়ির গুইমারা ইউনিয়নকে উপজেলায় রূপান্তর করার ঘোষণা দেওয়া হয়। এতে জেলার রামগড় উপজেলার হাফছড়ি, মহালছড়ি উপজেলার সিন্দুকছড়ি ও মাটিরাঙ্গা উপজেলার গুইমারা ইউনিয়ন নিয়ে নবসৃষ্ট গুইমারা উপজেলা গঠিত হয়। সর্বশেষ গুইমারাকে নিয়ে খাগড়াছড়ির উপজেলার সংখ্যা দাঁড়াল ৯টি। এবার নব গঠিত উপজেলার ২৭হাজার ৯৯২ জন ভোটার তাদের ভোটধিকার প্রয়োগ করবেন।
তফসিল অনুযায়ী বৃহস্পতিবার বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে প্রার্থীরা মনোনয়ন পত্র দাখিল করেছেন। সকালে সরকার দলীয় সমর্থিত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেমং দলীয় নেতাকর্মীদের নিয়ে গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকরী রিটার্নিং অফিসার বিএম মশিউর রহমানের কাছে মনোনয়ন পত্র জমা দেন। পরে বিএনপি সমর্থীত প্রার্থী মোঃ ইউসুপ সহ স্বতন্ত্র প্রার্থীরা একে একে মনোনয়ন পত্র জমা দেন।
এদিকে, আগামী ৬ মার্চ গুইমারা উপজেলা পরিষদের প্রথম নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাংবাদিক মিল্টন চাকমা
চেয়ারম্যান পদে এবার ৫ জন প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে দুই স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১জন স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৩জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। শুক্রবার মনোনয়নপত্র যাচাই বাছাই হবে এবং প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন আগামী ১৭ ফেব্রুয়ারি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.