৩ মাসেও চন্দ্রঘোনা ইউপি’র নির্বাচিত প্রতিনিধিদের শপথ হয়নি

Published: 07 Feb 2017   Tuesday   
no

no

নির্বাচন অনুষ্ঠানের ৩ মাস অতিবাহিত হলেও রাঙামাটির কাপ্তাই উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহন এখনও অনুষ্ঠিত হয়নি।

 

দায়িত্ব না পাওয়ায় নব নির্বাচিত জন প্রতিনিধিগন পরিষদের কোন কাজকর্ম করতে পারছেন না। এতে এলাকাবাসীও বঞ্চিত হচ্ছে তাদের সুযোগ সুবিধা থেকে। এ নিয়ে জনগনের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

 

সংশি¬ষ্ট সুত্রে জানা গেছে, মামলা সংক্রান্ত জটিলতার কারনে দেশব্যাপী একযোগে অনুষ্ঠিত ইউপি নির্বাচনের সময় চন্দ্রঘোনা ইউনিয়নের নির্বাচন স্থগিত ছিল। পরবর্তীতে আদালতের নির্দেশে গেল ১২ নভেম্বর এ ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

 

আ’লীগ মনোনীত নির্বাচিত চেয়ারমান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী বলেন, গেল ২৩ নভেম্বর গেজেট আকারে প্রকাশিত হলেও এখনও পর্যন্ত শপথ গ্রহন অনুষ্ঠিত হয়নি। ফলে এ ইউনিয়নের ভোটাররা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। নির্বাচিত চেয়ারম্যান হয়েও আমি জনগনের জন্য কিছুই করতে পারছি না।

 

 এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা উৎপল বড়ুয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, নির্বাচনের পর বেসরকারী ফলাফল প্রকাশ করা হয়েছে। গেজেট প্রকাশের জন্য যা করনীয় তা করার পর গেজেটও প্রকাশিত হয়েছে। তিনি আরো বলেন, পরবর্তীতে জেলা নির্বাচন কর্মকর্তার সাথে যোগাযোগ করার জন্য নির্বাচিত প্রতিনিধিদের বলা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত