সাংবাদিক শিমুল হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন

Published: 05 Feb 2017   Sunday   

সিরাজগঞ্জের শাহজাদপুরের দৈনিক সমকালের প্রতিনিধি আব্দুল হাকিম শিমূল হত্যার প্রতিবাদে এবং সারা দেশের সাংবাদিক নির্যাতন ও খাগড়াছড়ির সাংবাদিকদের হুমকির প্রতিবাদে রোববার মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। 

 

খাগড়াছড়ি প্রেস ক্লাব,খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন ও পেশাজীবি সাংবাদিকদের উদ্যোগে শহরের শাপলা চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্দন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন সিনিয়ির সাংবাদিক তরুন কুমার ভট্টাচার্য্য। বক্তব্য রাখেন খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জীতেন বড়–য়া,সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবু দাউদ, সমকাল ও চ্যানেল টুয়েন্টিফোরের প্রতিনিধি প্রদীপ চৌধুরী ,একুশে টিভির প্রতিনিধি চিংমেপ্রু মারমা,খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল আজম, সাধারণ সম্পাদক কানন আচার্য্য, খাগড়াছড়ি সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ বৌধিসত্ব দেওয়ান, উন্নয়নকর্মী লালসা চাকমা।

 

বক্তারা বলেন সারা দেশে সাংবাদিক হত্যা, নির্যাতন হচ্ছে তার অংশ হিসেবে সিরাজগঞ্জের শাহজাদপুরের সমকালের সাংবাদিক আব্দুল হাকিম শিমূলকে গুলি করে হত্যা করা হয়েছে। এ হত্যাকান্ডে প্রধান আসামী শাহজাদপুর পৌরসভা মেয়র মীরুকে গ্রেপ্তারের পুলিশের ব্যর্থতা মেনে নেওয়া যায় না।

 

শুধু সিরাজগঞ্জ নয় খাগড়াছড়িতে ৩৬ জন সাংবাদিক স্থানীয় সন্ত্রাসীদের বিরুদ্ধে জিডি করলেও এখনো কাউকে গ্রেপ্তার করেনি পুলিশভ বক্তারা সারা দেশের সাংবাদিক হত্যা,নির্যাতন বন্ধেরসরকারের হস্তক্ষেপ কামনা করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত