রাঙামাটি গার্ডেনার্স এসোসিয়েশন নামে কৃষিভিত্তিক সংগঠন গঠিত

Published: 04 Feb 2017   Saturday   
no

no

‘রাঙামাটি গার্ডেনার্স এসোসিয়েশন’ নামে একটি কৃষিভিত্তিক সংগঠন গঠন করা  হয়েছে। এতে সভাপতি ডাঃ পরশ খীসা ও হিটলার  দেওয়ানকে সাধারন সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। 

 

শনিবার রাঙামাটি গার্ডেনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিটলার দেওয়ানের স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, গেল ফেব্রুয়ারী  বেসরকারী উন্নয়ন সংস্থা টংগ্যার  কার্যালয়ে রাঙামাটি জেলার ফলদ বাগানচাষীদের একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান। সভায় বিভিন্ন উপজেলা হতে প্রায় ১০০ জন কৃষক অংশগ্রহণ করেন।

 

সভা শেষে ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। সংগঠনের অন্যান্য পদে নির্বাচিতরা হলেন , সহসভাপতি পদে সুদত্ত চাকমা, অরুন তালুকদার, সহসাধারণ সম্পাদক অম্লান চাকমা, অর্থ সম্পাদক  ভেটায়ন চাকমা,সাংগঠনিক সম্পাদক    ভূপাল বিকাশ চাকমা বিকিরণ, কৃষি সম্পাদক রণজিৎ তঞ্চঙ্গ্যা রাজীব, বিপণন সম্পাদক উৎপল তঞ্চঙ্গ্যা,দপ্তর সম্পাদক তনয় দেওয়ান এবং  কার্য নির্বাহী সদস্যরা হলেন, মিসেস তন্দ্রা চাকমা,কিংশুক চাকমা,চাথোয়াই রোয়াজা, আবুল কালাম আজাদ ও  বিপ্লব ত্রিপুরা।

 

প্রেস বার্তায় আরো বলা হয়, সংগঠনের পাঁচ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টামন্ডলীরা হলেন মনি স্বপন দেওয়ানড. মানিক লাল দেওয়ান,সুকৃতি রঞ্জন চাকমা, সুকুমার দেওয়ান, কাজল কান্তি তালুকদার।

 

প্রেস বার্তায় আরো বলা হয়, এ সংগঠনটি কৃষকদের বাগান থেকে ভোক্তা পর্যন্ত উৎপাদিত কৃষি পণ্য বাজারজাতকরণের ব্যাপারে সহায়তা প্রদান করবে। কৃষি পণ্য বাজারজাতকরণ ও ন্যায্যমূল্য প্রাপ্তির লক্ষ্যে প্রচার কার্যক্রম পরিচালনা করবে এবং কৃষি পণ্যসমূহ বাজারজাতকরণের বিষয়ে সদস্যদের মধ্যে কারিগরি প্রশিক্ষণ প্রদান ও বাজার বিষয়ক তথ্য পরিসেবা প্রদান করবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত