মহালছড়ির উচনু ও অংক্যচিং’র এসএসসি পরীক্ষা দেওয়া হলো না

Published: 04 Feb 2017   Saturday   

এসএসসি পরীক্ষার বাংলা প্রথম বিষয় দিয়ে আর দেওয়া হলো না চৌংড়াছড়ি গ্রামের মংক্র মারমার ছেলে অংক্যচিং মারমা ও চরাপ্রু মারমার ছেলে উচনু মারমা। তারা দুজনেই মহালছড়ি পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র।

 

গেল শুক্রবার খাগড়াছড়ির আলুটিলায় ধাতুচৈত্য বৌদ্ধ বিহারে প্রয়াত ভদন্ত চন্দ্রমনি মহাস্থবিরের অন্ত্যেষ্টিক্রিয়ার ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করতে গিয়ে ট্রাকের চাপায় তাদের মর্মান্তিক মৃত্যু হয়।

 

এদিকে দুই মেধাবী ছাত্রের মৃত্যুতে মহালছড়ি পাইলট উচ্চ বিদ্যালয়ে ও শোকের ছায়া নেমে এসেছে। নিহত বন্ধুদের নিয়ে শোক পালন করছেন মহালছড়ি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা। তারা ঘাটক ট্রাক চালকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন এবং পরবর্তীতে আর এ ধরণের ঘটনা যাতে ঘটতে না পারে সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবী জানিয়েছেন। শিক্ষার্থী ও শিক্ষক মিলে নিহত ছাত্রদের বাড়িতে গিয়ে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন।

 

মহালছড়ি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিপুল বিকাশ খীসা জানান, আলুটিলার ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। যে দুই ছাত্র নিহত হয়েছে তারা ছিলো অত্যন্ত মেধাবী, শান্ত ও অনুগত।  এ ধরণের দুর্ঘটনা সহজে মেনে নেয়া খুবই কঠিন ব্যাপার। নিহত ছাত্রদের আত্মার শান্তি কামনার্থে বিদ্যালয়ে ধর্মীয়ভাবে কর্মসূচী গ্রহন করা হয়েছে।

 

উল্লেখ্য গেল শুক্রবার আলুটিলায় ধাতুচৈত্য বৌদ্ধ বিহারে প্রয়াত ভদন্ত চন্দ্রমনি মহাস্থবির এর অন্ত্যেষ্টিক্রিয়ার ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করতে গিয়ে ট্রাকের চাপায় নিহত হন ৮ জন। এর মধ্যে মহালছড়ি চৌংড়া ছড়ি এলাকার ৬জন এদের মধ্যে উচনু মারমা(১৮) ও আংক্যচিং মারমা(১৮) মহালছড়ি পাইলট উচ্চ বিদ্যালয়  থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত