রাঙামাটিতে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদ্যা দেবী স্বরস্বতী পূজা উদযাপিত

Published: 01 Feb 2017   Wednesday   

বুধবার বানী অর্চনা, পূজা, দেব আরাধনাসহ বিভিন্ন ধর্মীয় আনুষ্ঠিানিকতার পাশাপাশি নানান আয়োজনের মধ্য দিয়ে রাঙামাটিতে বিভিন্ন মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যার দেবী স্বরস্বতী পূজা উদযাপিত হয়েছে।


সকালে বিভিন্ন মন্দিরে দেবী পূজার মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে প্রতিটি মন্দিরে পূজার আরাধনা করা হয়। সনাতন ধর্মালম্বী বিপুল সংখ্যক লোকজন এইসব আয়োজনে অংশ নেন। এই সময় সনাতন ধর্মালম্বীরা পূজার অন্জহলী প্রদান করেন। পরে প্রতিটি পূজা মন্ডপে প্রসাদ বিতরন করা হয়।


এদিকে স্বস্বতী পূজা উপলক্ষে রাঙামাটি সরকারী কলেজের সনাতন যুব সংসদের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে বাণী অর্চনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

আলোচনা সভায় সজল দাশের সন্ঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি সরকারী কলেজের অধ্যক্ষ অধ্যাপক জাফর আহমেদ। এসময় কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে কলেজ ছাত্রীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত