৬মাস শূণ্য থাকার পর বরকলে নতুন ইউএনও-র যোগদান

Published: 30 Jan 2017   Monday   

ছয় শূণ্য থাকার পর অবশেষে  বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা যোগদান করেছেন। রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে (ইউএনও) সাজিয়া পারভিন যোগদান করেন।

 

জানা যায়, দীর্ঘ  দিন ধরে বরকল উপজেলায় ১৭টি সরকারী বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের মধ্যে ৯টি দপ্তরে কর্মকর্তার পদ শুন্য ছিল।  তার মধ্যে উপজেলা নির্বাহী অফিসারের পদটি ২০১৬ সালের জুলাই মাস থেকে শুন্য রয়েছে। এসব দপ্তরে অন্য উপজেলার কর্মকর্তাদের অতিরিক্ত দায়িত্ব দিয়ে নাম মাত্র কার্যক্রম পরিচালনা করলেও  প্রশাসনিক ও দাপ্তরিক কার্যক্রমে দেখা দিয়েছে স্থবিরতা। অবশেষে দীর্ঘ ৬মাস শুন্য থাকার রোববার জেলা প্রশাসক কার্যালয়ে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া পারভিন যোগদান করেছেন। তবে  উপজেলায় উপজেলা নির্বাহী অফিসারের পদটি পূরণ হলেও বাকী ৮টি গুরুত্বপূর্ণ সরকারী দপ্তরের কর্মকর্তাদের শুন্য পদগুলো এখনো পূরণ হয়নি বলে বিভিন্ন দাপ্তরিক সূত্রে জানা গেছে।

 

এ ব্যাপারে জেলা সদর উপজেলার নির্বাহী অফিসার ও বরকল উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত নির্বাহী অফিসার সুমনী আক্তার জানান,রোববার বরকল উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া পারভিন জেলা প্রশাসক কার্যালয়ে যোগদান করেছেন। বরকল উপজেলার দায়িত্ব নতুন ইউএনওকে যাবতীয় বুঝিয়ে দিয়েছেন জানান তিনি ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত