বরকলে শীতার্থদের মাঝে কম্বল কম্বল বিতরণ করলেন উষাতন তালুকদারএমপি

Published: 30 Jan 2017   Monday   

রাঙামাটির বরকল উপজেলার সুবলং বাজার এলাকায়  রোববার শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন রাঙামাটি আসনের সাংসদ ঊষাতন তালুকদার। এসময় তিনি বরকলের চেয়ারম্যানপাড়া, বাঘাচোলা এলাকার গরীব ও দুস্থদের মাঝে দুইশতাধিক কম্বল বিতরণ করেন।

 

পরে উষাতন তালুকদার এমপি লংগদুর কাট্টলী বড়াদম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত বড়াদম ও শিবের আগা দলের মধ্যেকার ফুটবল টুর্ণামেন্টর ফাইনাল খেলা উপভোগ করেন। এতে বড়াদম দল শিরোপা লাভ করে। খেলা শেষে বিজয়ী ও রানার আপ দলকে ট্রপি তুলে দেন। এছাড়া বিজয়ী দলকে ত্রিশ হাজার টাকা এবং রানার্সআপ দলকে বিশ হাজার টাকা  প্রদান করা হয়।

 

অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন জনসংহতি সমিতি রাঙামাটি জেলা শাখার  সাধারণ সম্পদক নিলোৎপল খীসা, লংগদু উপজেলা জনসংহতি সমিতির সভাপতি ত্রিলোচন চাকমা, ১নং সুবলং ইউপি চেয়ারম্যান তরুন জ্যোতি চাকমা, বড় কাট্টলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিমির কান্তি চাকমা, সংসদ সদস্যের লংগদু প্রতিনিধি ও উপজেলা জেএসএস’র সাধারণ সম্পাদক মনিশংকর চাকমা প্রমুখ। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত