জলবায়ু পরিবর্তন জনিত দুর্যোগে বাস্তুচ্যুতদের সুরক্ষায় জাতীয় নীতিমালা প্রণয়নের দাবিতে বান্দরবানে শনিবার(১ ফেব্রুয়ারী) মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সিডিবি’র আয়োজনে ও জলবায়ু পরিবর্তন এ্যাডভোকেসি ফোরাম সহায়তায় বঙ্গবন্ধু মুক্ত মঞ্চের সামনে এ মানববন্ধন পালিত হয়। এ সময় মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, সিসিডিবি জেলা এরিয়া ম্যানেজার সুদীপন খীসা, ট্রেনার সার্লি মেসেপ্রু ও সঞ্চালনার দায়িত্ব পালন করেন প্রোগ্রাম অফিসার হামং প্রু মারমা। মানববন্ধনে বক্তারা বলেন, সরকারের ব্যবস্থাপনা কাঠামো দ্বারা শুধুমাত্র দুর্যোগ পরবর্তী ব্যবস্থাপনায় আক্রান্তদের পুনরুদ্ধার, ত্রাণ ব্যবস্থাপনা ইত্যাদি কার্যক্রম করা সম্ভব। কিন্তু আইনী সীমাবদ্ধতার কারণে দীর্ঘমেয়াদে সকল স্থানান্তরিত জনগোষ্ঠীর পুনর্বাসনের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহন সম্ভব নয়। উদাহরণ হিসেবে আইলা পরবর্তী ক্ষতিগ্রস্থতদের কথা তুলে ধরেন।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.